প্রতিবেদন: সুদীপ্তা, সম্পাদনা: সুব্রত
কেন্দ্রীয় সরকার জানাচ্ছে ২০০০ টাকার নোট এখনও বাজারে চলবে। তবে আর নতুন করে ছাপানো হবে না ওই নোট। গত কয়েক দিন ধরে তাই কলকাতার রিজ়ার্ভ ব্যাঙ্কের দফতরের সামনে সাধারণ মানুষের লম্বা লাইন। নোট বদলাতে রাত থেকে লাইন লাগাচ্ছেন মহিলা-পুরুষ সকলেই। বেশির ভাগই নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত দিন-আনি-দিন-খাই মানুষ। কার টাকা? ক্যামেরার সামনেই অনেকের উত্তর, “আমাদের টাকা নয়, দিয়েছে”। কে দিয়েছে টাকা? কোনও উত্তর নেই। কেউ বা বলছেন ‘এজেন্সি’র কাছ থেকে পেয়েছেন দু’হাজার টাকার নোট, বদলে নিয়ে গেলে কমিশন পাবেন। কেউ বা বলেই ফেললেন, পার্টির কাছ থেকে পেয়েছেন, কোন পার্টি? আবারও উত্তর মিলল না।