বীরভূম। লাল মাটির দেশ। বোলপুর, শান্তিনিকেতন, রবীন্দ্রনাথ, বিশ্বভারতী— একটা সময় পর্যন্ত বীরভূমের এই পরিচিতিই ছিল বাংলার গর্ব। দেশের গর্ব। সে সব এখন অতীত। বরং বীরভূম এখন অনেক বেশি ‘রাজনৈতিক’। গরু, বালি, পাথর, কয়লা আর ‘কেষ্টার কেলেঙ্কারি’তে অপ্রসাঙ্গিক হয়েছে শিক্ষা, সংস্কৃতি আর অপার প্রকৃতি। ১৩ মে, আগামী ৫ বছরের জন্য দুই কেন্দ্রের ‘অভিভাবক’ নির্বাচন করবে বীরভূম। বীরভূম আর বোলপুরে কী হবে এ বার? ভোটের হাওয়া বুঝতে ‘দুয়ারে তারকা’। এই পর্বে থাকছেন গায়ক, সুরকার, শিল্পী শিলাজিৎ মজুমদার।