প্রতিবেদন: প্রচেতা
ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে অমিত শাহের সভা। আদালতের অনুমতি পাওয়ার পর থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য বিজেপি। রবিবার হয়েছে খুঁটিপুজো। সোমবার সকাল থেকেই শুরু মঞ্চ বাঁধার কাজ। তৃণমূলের একুশে জুলাইয়ের মতো বিজেপির সভাতেও তৈরি হচ্ছে তিনটি মঞ্চ। মূল মঞ্চ থেকে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সভায় উপস্থিত থাকবেন রাজ্যের বিজেপি বিধায়ক এবং সাংসদরা। উপস্থিত থাকার কথা কেন্দ্রের তরফে রাজ্যের পর্যবেক্ষণের দায়িত্ব পাওয়া নেতাদেরও। মঞ্চে থাকবেন ‘শহিদ’ (ভোট পরবর্তী হিংসায় মৃত্যু) পরিবারের সদস্যরাও। এই মঞ্চের সামনেই রাখা থাকবে দশটি ‘ড্রপ বক্স’। সরকারি প্রকল্প থেকে বঞ্চিতরা এখানে তাঁদের অভিযোগপত্র জমা করবেন। অতীতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা গিয়েছে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে বিজেপির বিরুদ্ধে সরব হতে। হাজার হাজার চিঠি নিয়ে প্রথমে দিল্লি যাত্রা এবং পরে কলকাতায় রাজভবনের সামনে ধর্না কর্মসূচি। এ বার একই রকম ভাবে রাজ্য সরকারের বঞ্চনার অভিযোগ তুলে সরব হচ্ছে বিজেপি। সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষরা আগে থেকেই সরব, লোকসভা ভোটের আগে এ বার ব্যাট হাতে স্বয়ং অমিত শাহ। ২৯ নভেম্বর, বুধবার ধর্মতলা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কী বলছেন, সে দিকেই নজর গোটা রাজ্য এবং রাজনৈতিক মহলের।