চলতি লোকসভা ভোটপ্রচারে হিন্দু-মুসলমান মেরুকরণে সুর চড়িয়েছেন অমিত শাহ। বক্তব্যের পাল্টা জবাব দিতে ছাড়েননি দিল্লির মুখ্যমন্ত্রী কেজরীওয়াল। অন্তর্বর্তীকালীন জামিন পাওয়ার পর থেকেই জোরদার প্রচারে নেমেছেন তিনি। দিল্লিতে বিজেপির হয়ে প্রচার সারছেন অমিত শাহ এবং যোগী আদিত্যনাথ। একাধিক সভায় দিল্লি সরকারের দুর্নীতি ও কেজরীওয়ালের অপশাসনের অভিযোগে সরব হয়েছে বিজেপি সরকার। এ দিন দক্ষিণ দিল্লি কেন্দ্রের বিজেপি প্রার্থী রামবীর সিংহ বিধুরির সমর্থনে প্রচারসভায় শাহ বলেন, "এ দেশে রাহুল গান্ধী ও অরবিন্দ কেজরীওয়ালের কোনও জনসমর্থন নেই। অথচ পাকিস্তানে তাঁদের জনসমর্থন রয়েছে।"
এই বক্তব্যের জবাবে অরবিন্দ কেজরীওয়াল বলেন, "তবে যেখানে যেখানে আমাদের সরকার গঠন হয়েছে, সেই দিল্লি ও পঞ্জাবের সকলেই পাকিস্তানি?" কেজরীর সংযোজন, “নরেন্দ্র মোদী আপনাকে প্রধানমন্ত্রী পদের উত্তরসূরি হিসেবে বেছে নিলেও, জনতা যে আপনাদের প্রত্যাখ্যান করেছে, তা স্পষ্ট হয়ে যাবে ৪ জুন।"