প্রতিবেদন: রিঙ্কি, সম্পাদনা: সৈকত
লোকসভা অধিবেশনের আগের বাজেট অধিবেশনে জরায়ু-মুখ ক্যান্সারের টিকা বিনামূল্যে দেওয়ার কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি বলেন, ‘‘৯ থেকে ১৪ বছরের কিশোরীদের টিকা দেওয়া হবে।’’ প্রসঙ্গত, ভারতে মহিলাদের যে ধরনের ক্যান্সার বেশি হয়, তার মধ্যে এই জরায়ু-মুখ ক্যান্সার দ্বিতীয় স্থানে। দেশে প্রতি বছর অন্তত এক লক্ষ ২০ হাজার মহিলা এই রোগে আক্রান্ত হন। বছরে কমপক্ষে ৭৭ হাজার মহিলার মৃত্যু হয়। এই ক্যান্সারের লক্ষণ কী, সরকারের উদ্যোগে যে টিকা দেওয়ার কথা বলা হয়েছে তা কতটা কার্যকরী, বিশদে জানালেন চিকিৎসক অভিনিবেশ চট্টোপাধ্যায়।