প্রতিবেদন: সুদিপ্তা, সম্পাদনা: সৈকত
২০২১ সালে এই আলিপুর আদালত চত্বরে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিলেন তিন জন, তাঁদের মধ্যে এক জন মারাও গিয়েছিলেন। সংবাদ শিরোনামেও উঠে এসেছিল সেই ঘটনা। দু’বছর বাদেও যে প্রশাসনের টনক নড়েনি সেটা পরিষ্কার আদালত চত্বরে আসলেই। জলে থই থই চারিদিক। রেকর্ডরুমের ভিতরে কাদা, কোর্ট লকআপের সামনে পুলিশকর্মীরা বসে আছেন প্যান্ট গুটিয়ে। খানাখন্দ ভরা রাস্তায় দুর্ঘটনা ঘটছে। বিচার চাইতে এসে নাজেহাল মানুষ। কবে নজর পড়বে প্রশাসনের? প্রশ্ন আদালতকর্মী থেকে শুরু করে সাধারণ নাগরিকদের।