ঘুরতে যাওয়ার সময় অনেকেই আজকাল অনলাইনে হোটেল বুক করেন। রুম বুক করার সময় টাকাও দেন অনলাইনেই। এরপর গন্তব্যে পৌঁছে জানতে পারেন, ওই হোটেলে কোনও বুকিং নেই তাঁদের নামে। পরিবার-পরিজন নিয়ে রীতিমত আতান্তরে পড়তে হয় মানুষকে। ২০২২ সালে এমনই এক ঘটনার শিকার হয়েছিলেন কলকাতার এক বিচারক দম্পতি। পুরী যাওয়ার জন্য অনলাইনে হোটেল বুক করার সময় তাঁরা প্রতারণার শিকার হন। বিধাননগর পুলিশে অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে বিধাননগর থানার পুলিশ প্রেম চাঁদ ও স্বর্ণদীপ রায় নামে দু’জনকে গ্রেফতার করে। তদন্তে উঠে আসে, এই দুই ব্যক্তি রাজস্থানের ভরতপুর গ্যাং-এর সদস্য। ২ বছর ধরে বিচারপর্ব চলার পর সম্প্রতি বিধাননগর মহকুমা আদালত ওই দুই অভিযুক্তকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা করে জরিমানার নির্দেশ দিয়েছে। অনলাইনে হোটেল বুকিং-এর ক্ষেত্রে কী-কী বিষয় মাথায় রাখবেন আপনি? খোঁজ দিল আনন্দবাজার অনলাইন।