Cyclone Dana

প্রবল বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় দানা, নিস্তার নেই কলকাতারও! জানেন, কত হতে পারে ঝড়ের গতি?

বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকালের মধ্যে ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় দানা। তার আগেই খেল দেখাতে শুরু করে প্রকৃতি। দক্ষিণবঙ্গে ইতিমধ্যেই শুরু বিক্ষিপ্ত বৃষ্টি। আকাশ কালো মেঘে ঢাকা।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২৪ ২১:১৫
Share:
Advertisement

বুধবার সকালে বঙ্গোপসাগরের গভীরে জন্ম নিয়েছে ঘূর্ণিঝড় দানা। ধেয়ে আসছে স্থলভাগের দিকে। আবহাওয়া দফতরের অনুমান, দানা ওড়িশার ভিতরকণিকা পার্ক এবং ধামরা বন্দরের মাঝে কোথাও আছড়ে পড়বে। তখন সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে শতাধিক কিলোমিটার।

হাওয়া অফিস সূত্রের খবর, শহর কলকাতায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বাতাসের সর্বোচ্চ বেগ পৌঁছতে পারে ৮০ কিলোমিটার প্রতি ঘণ্টায়। আর ঝড় যদি সত্যিই কলকাতার উপর দিয়ে যায়। যদি গতিবেগ ৭০-৮০ কিলোমিটার বেগে হয়, তাহলে গাছপালা ভেঙে রাস্তা আটকানোর আশঙ্কা রয়েছে। বেশি বৃষ্টিতে জলজমার সমস্যাও হতে পারে। এই দু’য়ের জেরে ব্যাহত হতে পারে যানচলাচল। সম্ভাব্য বিপর্যয় রুখতে তৈরি রয়েছে পুরসভা এবং পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement