সাকিব খান অভিনীত ‘তুফান’ বাংলাদেশে ‘হিট’। এক কথায় ঢাকায় তুফান তুলেছে এই ‘ডায়নামিক অ্যাকশন’। বিশেষ করে জনপ্রিয় হয়ে উঠছে ‘লুক্স’ এবং ডায়লগস। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে ছবির গান ‘দুষ্টু কোকিল’। আর ‘লাগে উরা ধুরা’ তো ইউটিউব ট্রেন্ডিং। ১৭ জুন বাংলাদেশে মুক্তি পেয়েছে রায়হান রফি পরিচালিত ছবি ‘তুফান’। ইতিমধ্যেই তা কয়েক কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। সিনেপ্লেক্সের হিসাব অনুযায়ী, যা বাংলাদেশের সর্বকালীন রেকর্ড। ৫ জুলাই ভারতে মুক্তি পেয়েছে সাকিব খান, চঞ্চল চৌধুরী এবং মিমি চক্রবর্তী অভিনীত ‘তুফান’। পূর্ববঙ্গের মতো পশ্চিমবঙ্গেও কী বইবে ‘তুফান’ ঝড়? আশাবাদী মিমি।