প্রতিবেদন: সুদীপ্তা, সম্পাদনা: সৈকত
কসবাকাণ্ডে অভিযুক্ত সৌমিত মণ্ডলকে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করল কলকাতা পুলিশ। খুনের চেষ্টা ও বেআইনী অস্ত্র রাখার অভিযোগে গ্রেফতার করা হয়েছে সৌমিতকে। অভিযোগ, সৌমিত যত্রতত্র জঞ্জাল ফেলতেন। স্থানীয়রা বারংবার প্রতিবাদ করলেও তা শুনতেন না। প্রাথমিক তদন্তে জানা যায়, সৌমিত আইটি সেক্টরে কাজ করতেন। কিন্তু তা সত্ত্বেও ‘প্রেস’ ও ‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে ঘুরে বেড়াতেন। পুলিশ সূত্রে খবর, সৌমিতের বাবা পুলিশ আধিকারিক ছিলেন, এখন অবসর নিয়েছেন। বেআইনিভাবে প্রেস ও পুলিশ স্টিকার ব্যবহার করার পেছনে কি শুধুই ক্ষমতার আস্ফালন, নাকি অসামাজিক কাজেও যুক্ত ছিলেন সৌমিত, তা খতিয়ে দেখছে পুলিশ।