মুরগি খেতে খাঁচায় ঢুকে আটকে পড়ল অজগর। শনিবার এই ঘটনা ঘটেছে ধূপগুড়ির নিরঞ্জন পাঠ এলাকায়। সাপটি বন দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে।
শনিবার নিরঞ্জন পাঠ এলাকার একটি বাড়িতে হাঁস-মুরগির খাঁচায় খাবারের সন্ধানে ঢুকে পড়ে একটি অজগর। কিন্তু বিপত্তি ঘটে সাপটি কয়েকটি হাঁস এবং মুরগি খেয়ে নেওয়ায়। খাঁচায় ঢুকে সাপটি তিনটি মুরগি এবং দুটি হাঁস খেয়ে নেয়। প্রচুর খাবার খেয়ে নেওয়ার ফলে সেটার পেট ফুলে যায়। তার জেরে সেটা খাঁচায় আটকে পড়ে। শনিবার সকালে বাড়িমালিক হাঁস-মুরগির খাঁচায় অজগরটিকে দেখতে পান। অজগরটি লম্বায় আনুমানিক নয় ফুট।
সাপটিকে খাঁচায় বন্দি দেখে বাড়িমালিক বন দফতরকে খবর দেন। বিন্নাগুড়ি বন্যপ্রাণ বিভাগের কর্মীরা সাপটি উদ্ধার করেন। প্রাথমিক চিকিৎসার পর সেটা গরুমারা জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া হবে।