Durga Puja 2022

নাবালক অরিজিতের হাতে গড়া প্রতিমা ও পুজোই এ বার সর্বজনীন রূপে

পাড়ার বাসিন্দারা সিদ্ধান্ত নেন, ওই পুজো সকলে মিলেই করবেন। সেই শুরু। অরিজিতের নিজের হাতে গড়া প্রতিমাই এ বার পূজিত হবেন সোহারই বণিকপাড়ার একমাত্র সর্বজনীন দুর্গাপুজোয়।

নিজস্ব সংবাদদাতা
রায়গঞ্জ শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২২ ২২:০২
Share:
Advertisement

রায়গঞ্জ শহর থেকে সামান্য দূরে সোহারই এলাকার বণিক পাড়ার ছোট্ট অরিজিত বর্মণ। সপ্তম শ্রেণির অরিজিত মনের খেয়ালে ২০২০ সালে দুর্গার একটি মূর্তি গড়েছিল। সেই মূর্তি পুজোও করেছিল নিজে। অভাবের সংসারে যেখানে নিজেদের ঠিকমতো দিন গুজরান সম্ভব হয় না, সেখানে আবার দুর্গাপুজো! এ সব দেখে পাড়ার বাসিন্দারা সিদ্ধান্ত নেন, ওই পুজো সকলে মিলেই করবেন। সেই শুরু। অরিজিতের নিজের হাতে গড়া প্রতিমাই এ বার পূজিত হবেন সোহারই বণিকপাড়ার একমাত্র সর্বজনীন দুর্গাপুজোয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement