প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শেষ বার দেখতে পার্ক সার্কাসের ‘পিস ওয়ার্ল্ড’-এ সকাল থেকেই তিল ধারণের জায়গা নেই। এক সময় পরিস্থিতি এমন হয় যে, বন্ধ করে দিতে হয় মূল ফটক। তবুও কমেনি মানুষের ঢল। বহু মানুষ এসেছেন যাবতীয় কাজকর্ম ফেলে। তেমনই অশক্ত শরীরে পিস ওয়ার্ল্ডে হাজির অশীতিপর শিক্ষিকা আরতি ভৌমিক। বয়সে বুদ্ধদেবের চেয়েও বড়। বয়সের ভারে লাঠি ছাড়া এক পা-ও হাঁটতে পারেন না। এক ছাত্রকে সঙ্গে নিয়ে তিনি সকালেই চলে এসেছেন পার্ক সার্কাসের ‘পিস ওয়ার্ল্ড’-এ। শুধু এক বার প্রিয় বুদ্ধদেবকে দেখবেন বলে। বুদ্ধদেবকে কখনও সচক্ষে দেখেননি। তাই তাঁকে শেষ বিদায় জানাতে সোদপুর থেকে সোজা চলে এসেছেন ‘পিস ওয়ার্ল্ড’-এ।