Street Musician

মকবুল বাঁশি বাজান পেটের টানে, মোহন সুরে লুকিয়ে থাকে এই শহরের হাসি-কান্না

রাজভবনের কাছে ফুটপাথে দেখা মিলল মকবুল আলমের। বাড়িতে বাঁশি বানান, সেই বাঁশি বাজিয়ে শহরের পথে পথে ঘোরেন ৭০ বছর বয়সী প্রৌঢ়।

প্রতিবেদন: সুদীপ্তা, সম্পাদনা: সৈকত

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২৩ ১২:০৮
Share:
Advertisement

১৫ বছর বয়সে বাঁশি তুলে নিয়েছিলেন ঠোঁটে। বাবার হাত ধরে কলকাতার রাস্তায় নেমেছিলেন। এখন সত্তর বছর বয়স। ছাড়েননি বাঁশিকে, এখনও তিলোত্তমার পথে পথেই দিন কাটে মকবুল আলমের। রোজ সকাল ৬টা নাগাদ ঘর থেকে বেরোন। তার পর বাঁশি বিক্রির উদ্দেশে এ দিক সে দিক। কেউ কেনেন, কেউ বা মকবুলের মিঠে সুরে আপ্লুত হয়ে এমনিই হাতে গুঁজে দেন কিছু টাকা। আর কী-ই বা করবেন? বাঁশি ছাড়া আর কিছু তো শেখেননি। জীবনের শেষ দিন পর্যন্ত তাই এই বাঁশিকে দোসর করেই দিন কেটে যাক— এটুকুই মকবুলের ইচ্ছে। বাঁশির সুর যে দিন মিলিয়ে যাবে, প্রাণের শহর কলকাতা মনে রাখবে তো মকবুলকে?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement