ভাষ্য: রিঙ্কি; সম্পাদনা: অসীম; গ্রাফিক বিজন
৬০৯ বছর ধরে চলে আসা পুরনো রীতি মেনে দুর্গাপুজো হয় পশ্চিম মেদিনীপুর জেলার নাড়াজোল রাজবাড়িতে। পুজোর কাজে অংশ নিলেও মহিলাদের নেই অঞ্জলি দেওয়ার অধিকার। পর্যটক টানতে রাজবাড়িতেই থাকছে ৫টি সুসজ্জিত ঘর বিশিষ্ট হোম স্টের ব্যবস্থা। সঙ্গে থাকছে রাজকীয় খাবারের বন্দোবস্তও।