বড় ম্যাচের প্লেয়ার, আবারও প্রমাণ করলেন বিরাট কোহলি। বিশ্বকাপের সেমিফাইনালে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে শতরান। ভাঙলেন সচিন তেন্ডুলকরের রেকর্ড। নিজের ৩৫তম জন্মদিনে এসেছিল ৪৯তম শতরান। সপ্তাহখানেক যেতে না যেতেই আরও একটি শতরান। সচিনের পাড়ায় কার্যত ‘দাদাগিরি’ বিরাটের। ওয়ান ডে ক্রিকেটে ৫০টি শতরান করা একমাত্র ক্রিকেটার হলেন কোহলি। একই সঙ্গে তিনি ভাঙলেন ২০০৩ বিশ্বকাপে সচিনের ৬৭৩ রানের রেকর্ডও। কোহলির এই বিরাট রেকর্ডের সাক্ষী থাকলেন তাঁর স্ত্রী অনুষ্কা শর্মাও।
একদিনের আন্তর্জাতিকে সব থেকে বেশি শতরানের মালিক কারা?
১. ৫০ বিরাট কোহলি
২. ৪৯ সচিন তেন্ডুলকর
৩. ৩১ রোহিত শর্মা
৪. ৩০ রিকি পন্টিং (অস্ট্রেলিয়া)
৫. ২৮ সনৎ জয়সূর্য (শ্রীলঙ্কা)