প্রতিবেদন: রিঙ্কি, সম্পাদনা: সুব্রত
২০১৯-এর ১৫ মে। বিধান সরণি দিয়ে অমিত শাহের রোড শো চলছিল। রোড শো থেকেই বিজেপি-সমর্থকেরা বিদ্যাসাগরের কলেজের অফিসঘরে বসানো বিদ্যাসাগর-মূর্তি আছাড় মেরে ভেঙে দেন বলে অভিযোগ ওঠে। বিজেপি পাল্টা অভিযোগ করে, শাহের রোড শোয়ে ইট ছুড়ে আক্রমণ চালিয়ে গোলমাল বাধিয়েছে তৃণমূল। এই ঘটনার জেরে উত্তাল হয়ে ওঠে রাজ্য-রাজনীতি। ২০১৯-এর লোকসভা নির্বাচনের ইস্যু হয়ে ওঠে এই ঘটনা। সেই সময় এই ঘটনায় যুক্ত থাকায় ১৬ জনকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। কিন্তু তারপর?
২০২৪, আবার লোকসভা নির্বাচন। বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনার পর কেটে গেছে ৫ বছর। ব্রিগেডে তৃণমূলের সভায় ফের এই ‘ইস্যু’ নিয়ে কথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যে ঘটনার উল্লেখ ভোটের ময়দানে বারবার ফিরে আসে, সেই ঘটনার আইনি তদন্ত কোন জায়গায় দাঁড়িয়ে? কী বলছে শাসক-বিরোধী