আজ থেকে তিন শতক আগে বর্ধমানের নীলপুর গ্রাম থেকে বেরিয়ে বিষ্ণুপুরের মল্ল রাজাদের সান্নিধ্য লাভ করেন মুচিরাম ঘোষ । মল্ল রাজাদের দাক্ষিণ্যেই দামোদরের উপনদী বোদাই এর তীরে বিশাল এলাকার জমিদারি লাভ করেন তিনি। এর পরই বাঁকুড়ার হদল ও নারায়াণপুর গ্রামের মাঝে বিশাল জমিদারবাড়ি তৈরি করে শুরু হয় দুর্গা পুজো । ৩০০ বছর পেরিয়ে আজও সেই পুজোকে ঘিরে এলাকার মানুষের উন্মাদনায় এতটুকুও ভাঁটা পড়েনি।