৫১৪টি ত্রাণ শিবিরে দেড় লাখের বেশি মানুষ আশ্রয় নিয়েছে। বক্সা, বরপেটা, গোয়ালপাড়া, কামরূপ, করিমগঞ্জ, লখিমপুর, শিবসাগরের বিপুল ক্ষতি হয়েছে। প্রতি দিন গ্রামের পর গ্রাম ডুবছে। জলের তলায় চলে যাচ্ছে বসতবাড়ি থেকে চাষের জমি। অসমে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৫। বন্যার জলে তলিয়ে গিয়ে আট জন নিখোঁজ বলে প্রশাসন সূত্রে খবর। সব মিলিয়ে বন্যাবিধ্বস্ত প্রায় ৩১ লক্ষ মানুষ।