ফের নিরাপত্তাবাহিনীর সঙ্গে জঙ্গিদের লড়াই কাশ্মীরে। অকুস্থল আবারও সেই পুলওয়ামা। রবিবার রাতে কাশ্মীর জ়োন পুলিশ টুইট করে জানায় যে পুলওয়ামার লারো-পারিগাম এলাকায় গুলির লড়াই শুরু হয়েছে। পুলিশ ও নিরাপত্তাবাহিনীর সঙ্গে রাতভর লড়াইয়ে সোমবার ভোরে দুই জঙ্গির মৃত্যু হয়েছে বলে সেনা সূত্রে খবর। সেনার দাবি, মৃত দুই জঙ্গির মধ্যে এক জন লস্কর-ই-তইবার কম্যান্ডার। তবে দেহদুটি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে সেনা।
সেনা সূত্রে খবর, পুলওয়ামার ওই এলাকায় আগেই জঙ্গি গতিবিধি লক্ষ করা গিয়েছিল। তার পর বিশেষ অভিযানে নামে নিরাপত্তাবাহিনী। প্রসঙ্গত, গত ৬ অগস্ট, জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় বারিয়ামা এলাকায় সেনা-পুলিশ গুলির লড়াইয়ে সেনার গুলিতে মৃত্যু হয় এক জঙ্গির। তার দু’দিন আগেই অর্থাৎ ৪ অগস্ট রাজৌরির খাওয়াস অঞ্চলে সেনাবাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই চলেছিল। কুলগাম জেলায় সেনা-জঙ্গি সংঘাতের সময় জঙ্গিদের চালানো গুলিতে নিহত হয়েছিলেন তিন সেনা জওয়ান।