১৫৪ বছরে পা দিল আদি কংসবণিক দুর্গাবাড়ির পুজো। মালদহ শহরের কুতুবপুর এলাকায় পঞ্চবণিকরা এই পুজো শুরু করেন। সময়ের স্রোতে অনেক কিছু বদলালেও বদলায়নি দুর্গাবাড়ির পরম্পরা। ১৮৯৭ সালে ভূমিকম্পে নির্মিত দুর্গামন্দিরটি ভীষণ ভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার তাগিদে সময় মতো মন্দিরের সংস্কার করা হয়। ঐতিহ্যবাহী এই মন্দিরকে ঘিরে শহরের গুরুত্বপূর্ণ এলাকা দুর্গাবাড়ি মোড়ের নামকরণ হয়।