Mob Lynching

কারণ সেই মোবাইল! মাঝে এক দশকের ব্যবধান, কোরপান ফিরলেন শহরে ইরশাদ আলম হয়ে

বৃহস্পতিবার মুচিপাড়া থানা এলাকার ‘উদয়ন হস্টেল’-এর এক আবাসিকের মোবাইল চুরি যায় । শুক্রবার সকালে ওই এলাকায় ইতস্তত ঘুরে দেখা ইরশাদ আলম নামে বেলগাছিয়ার এক বাসিন্দাকে। চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু হয় ইরশাদের।

আনন্দবাজার অনলাইন প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৯ জুন ২০২৪ ১৯:৩২
Share:
Advertisement

বৌবাজারের উদয়ন হস্টেলে গণপিটুনিতে ৩৭ বছরের ইরশাদ আলমের মৃত্যুর ঘটনায় ধৃত ১৪ জনকে দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে ব্যাঙ্কশাল কোর্ট। আদালত ধৃতদের ৪ জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেয়। হস্টেলে পুলিশির তল্লাশির পর একাধিক ব্যাট, লাঠি উদ্ধার হয়েছে। ওই ব্যাট, লাঠি দিয়েই কি ইরশাদকে মারা হয়েছিল? তদন্তে পুলিশ। ইরশাদকে জোর করে হস্টেলে ঢুকিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। মারের চোটে সংজ্ঞা হারান ইরশাদ। শেষ মুহূর্তে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে মেডিক্যাল কলেজে নিয়ে যায়। কিন্তু তত ক্ষণে সব শেষ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement