বৌবাজারের উদয়ন হস্টেলে গণপিটুনিতে ৩৭ বছরের ইরশাদ আলমের মৃত্যুর ঘটনায় ধৃত ১৪ জনকে দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে ব্যাঙ্কশাল কোর্ট। আদালত ধৃতদের ৪ জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেয়। হস্টেলে পুলিশির তল্লাশির পর একাধিক ব্যাট, লাঠি উদ্ধার হয়েছে। ওই ব্যাট, লাঠি দিয়েই কি ইরশাদকে মারা হয়েছিল? তদন্তে পুলিশ। ইরশাদকে জোর করে হস্টেলে ঢুকিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। মারের চোটে সংজ্ঞা হারান ইরশাদ। শেষ মুহূর্তে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে মেডিক্যাল কলেজে নিয়ে যায়। কিন্তু তত ক্ষণে সব শেষ।