International Women's Day

ডান হাত বাসের জানলায়, আত্মবিশ্বাসী মুঠোয় স্টিয়ারিং— রাজপথ শাসন করেন কল্পনা

বাসচালক বাবার থেকে শেখা কী ভাবে দক্ষ হাতে বাসের নিয়ন্ত্রণ করতে হয়। নারীদের শ্রম উদ্‌যাপনের দিনে কল্পনা মণ্ডলের মতো প্রতি দিন লিঙ্গভেদকে প্রশ্নের মুখে দাঁড় করানো মেয়েদের আনন্দবাজার অনলাইনের কুর্নিশ।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৩ মে ২০২২ ১৩:৪৮
Share:
Advertisement

কল্পনা মণ্ডল, পেশাগত লিঙ্গ-বৈষম্যকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া মানুষগুলোর একজন। বছর আষ্টেক আগে বাসচালক বাবা দুর্ঘটনার কবলে পড়ে। তিনমাস শয্যাশায়ী থাকার পর কাজে ফিরলেও পায়ের যন্ত্রণায় সারা দিনে দুটোর বেশি ট্রিপ করা হয়ে উঠত না। সংসারের স্টিয়ারিং নিজের হাতে তুলে নিতে বাস ড্রাইভিং-কেই পেশা হিসেবে বেছে নেয় সেদিনের পনেরো বছরের কিশোরি। থার্টিফোর-সি রুটের বাসে যাদের নিত্য যাতায়াত, তারা চেনেন হয়ত। তথাকথিত ‘পুরুষালি’ পেশায় চারবছর ধরে পুরুষদের কাঁধে কাঁধ মিলিয়ে এক সারিতে কাজ করে চলেছে কল্পনা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement