Sara Ali Khan

সারা আলি খানের সঙ্গে যোগাভ্যাস করতে চান? কোথায় গেলে মিলবে সুবর্ণসুযোগ?

সুন্দর বাংলোয় থেকে সারা আলি খানের কাছে যোগব্যায়াম করতে চান? কারা দিচ্ছে সেই সুযোগ?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২৪ ১৭:২০
Share:

সারা আলি খানের কাছে যোগব্যায়াম শিখবেন? কী ভাবে পাবেন সেই সুযোগ? ছবি: ইনস্টাগ্রাম।

বি টাউনের সুন্দরী নায়িকা হতে পারেন আপনার যোগ প্রশিক্ষক। শুধু তাই নয়, পটৌডি পরিবারের পৌত্রী আপানার সঙ্গে খাওয়াদাওয়া করবেন এবং গল্পও করবেন। এমনই সুযোগ দিচ্ছে বিভিন্ন পর্যটন কেন্দ্রে বাড়ি, বাংলো বা ফ্ল্যাট ভাড়া দেওয়া একটি জনপ্রিয় সংস্থা।

Advertisement

এই সংস্থার মারফত এর আগে শাহরুখ খান, প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর বাংলোয় থাকার সুযোগ পেয়েছেন অনেকে। এ বার তাদের হয়ে অতিথিদের অভ্যর্থনা জানাবেন খোদ সারা আলি খান।

বিষয়টি তবে খোলসা করা যাক। গোয়ার একটি বাংলো সম্প্রতি পর্যটকদের ভাড়া দেওয়া হবে। ইদানীং বেড়াতে গিয়ে অনেকে হোটেলে থাকার বদলে, বাড়ি বা ঘর ভাড়া নেন। কেউ দু’-তিন দিন, আবার কেউ আবার তার বেশি সময়ের জন্য। এতে এক দিকে যেমন বহু নামীদামি, বিলাসবহুল বাড়িতে থাকার সুযোগ মেলে, তেমন কিছু কিছু ক্ষেত্রে অর্থেরও সাশ্রয় হয়। সেই সঙ্গে একেবারে নিজের মতো করে থাকাও যায় সেখানে। সে কারণে, এই ধরনের বাড়ি, বাংলো ভাড়া দেওয়ার চল বৃদ্ধি পেয়েছে।

Advertisement

যে সংস্থা গোয়ার বাংলোটি ভাড়া দেবে, পর্যটনের প্রসারে তাদের সঙ্গেই চুক্তি হয়েছে অভিনেত্রীর। ২৭ নভেম্বর থেকে বুকিং শুরু। এখানে অতিথিরা থাকার সুযোগ পাবেন। ঘুরে দেখতে পারবেন ছবির মতো সাজানো সবুজে ঘেরা সুন্দর বাংলোটি। একসঙ্গে চার জন পর্যন্ত থাকতে পারবেন। তাঁদেরই যোগব্যায়াম শেখাবেন সারা।

এই বাংলোতেই সারার কাছে যোগব্যায়াম শেখার সুযোগ পাবেন অতিথিরা। ছবি: ইনস্টাগ্রাম।

গোয়া কমবয়সিদের বরাবরের পছন্দের জায়গা। আরব সাগর পারের এই রাজ্যটির প্রাকৃতিক সৌন্দর্য শুধু নয়, এখানকার নৈশজীবন, খাবারের স্বাদ, সংস্কৃতির টানেই দেশ-বিদেশ থেকে ছুটে আসেন পর্যটকেরা। সৈকত শহরটি তরুণ প্রজন্মেরা প্রতিনিধিরা হইহুল্লোড়, আমোদপ্রমোদের জন্যই বেছে নেন।

কিন্তু, এর বাইরেও গোয়ার একটি সত্তা আছে। যেটি তুলে ধরতেই এই পরিকল্পনা। সারা বলছেন, ‘‘গোয়া আমার কাছে ভীষণ শান্ত এবং সুন্দর একটি জায়গা, যা যোগাভ্যাসের জন্য আদর্শ।’’ পর্যটকেরাও যাতে এই শহরের সেই শান্ত, স্নিগ্ধ রূপ উপভোগ করতে পারেন, তাই এই ব্যবস্থা। অভিনেত্রীর কথায়, যোগব্যায়াম, শান্ত পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য— পর্যটকদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্য ভাল রাখতে সাহায্য করবে। অতিথিদের সুস্থ থাকার লক্ষ্যে এগিয়ে দিতেই এমন পরিকল্পনা।

নিজেও ঘুরে বেড়াতে ভালবাসেন সারা। এখন ফিটনেসের জন্য চর্চিত হলেও, চলচ্চিত্র জগতে আসার আগে তাঁর চেহারাও ছিল বেশ ভারী। তবে চাইলে যে অনেক কিছুই বদলে ফেলা যায়, সারা তা দেখিয়েছেন। এখন তিনি যেখানেই যান না কেন, তাঁর সঙ্গে সবসময় থাকে ‘যোগা ম্যাট’।

বাংলোটিতে রয়েছে সুন্দর সুইমিং পুল। ছবি: ইনস্টাগ্রাম।

বেড়ানো এবং সুস্থ থাকা—এই দুই বিষয় জুড়েই তৈরি হয়েছে পর্যটনের নতুন ধারা। সম্প্রতি ‘ওয়েলনেস ট্যুরিজ়ম’ বিশ্ব জুড়ে জনপ্রিয় হয়ে উঠছে। এই ধরনের পর্যটনের মূল কথাই হল, উদ্বেগ এবং হতাশামুক্ত জীবন। যেখানে পর্যটকেরা শুধু প্রাকৃতিক সৌন্দর্যই উপভোগ করবেন না, সুস্থ থাকার পথেও কয়েক ধাপ এগিয়ে যাবেন। যোগব্যায়াম, শরীরচর্চা, ক্রীড়া, আধ্যাত্মিক অভ্যাস, স্পা— যে যে বিষয়গুলি কাউকে সুস্বাস্থ্যের অধিকারী করতে পারে, সেগুলিকে কেন্দ্র করেই প্রসার ঘটবে পর্যটনের।

গোয়ার যে বাংলোটিতে দু’দিন যোগ-প্রশিক্ষণ দেবেন সারা, সেই স্থানটি বিলাসবহুল তো বটেই, তার সঙ্গে মাটির যোগও রয়েছে। অনেকখানি জায়গা নিয়ে রয়েছে বাগান। বিশাল সুইমিং পুলে সাঁতরানোর আনন্দও উপভোগ করতে পারবেন অতিথিরা। সেই সঙ্গে থাকবে স্বাস্থ্যকর খাবারও। গ্রিলড ফিশ, পালং পনির, হামাস, মুরগির মাংস, স্যালাড— অভিনেত্রীর পছন্দের খাবারও থাকবে বাংলোর অতিথিদের জন্য।

২৭ নভেম্বর থেকে সকাল ১০টা থেকে বুকিং শুরু হলেও, তার খরচ কত হতে চলেছে সে বিষয়টি অবশ্য স্পষ্ট নয়। তবে এ যে সারার অনুরাগীদের জন্য দারুণ এক সুযোগ, তা বলার অপেক্ষা রাখে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement