Travel Tips

Travel Tips: শীতে বেড়াতে যাচ্ছেন? কী কী সঙ্গে নেবেন, তালিকা দিচ্ছে আনন্দবাজার অনলাইন

নভেম্বর মাস। ঠান্ডা বাড়ছে। আবার কোথাও কোথাও বাড়ছে কোভিডও। এই সময়ে বেড়াতে যাবেন ভাবছেন? কী কী সঙ্গে নেবেন?

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২১ ১৩:২৫
Share:
০১ ১৩

নভেম্বর মাস। ঠান্ডা বাড়ছে। আবার কোথাও কোথাও বাড়ছে কোভিডও। এই সময়ে বেড়াতে যাবেন ভাবছেন? কী কী সঙ্গে নেবেন, তার তালিকা বানিয়ে নিন আগে থেকেই।

০২ ১৩

বেড়াতে যাওয়ার ঠিক আগে তাড়াহুড়োয় সব কিছু ঠিক করে মনে পড়ে না। তাই বাদ পড়তে পারে অনেক দরকারি জিনিসই। এখন থেকেই শীতের ভ্রমণের প্রয়োজনীয় জিনিসের তালিকা বানিয়ে দিচ্ছে আনন্দবাজার অনলাইন।

Advertisement
০৩ ১৩

দরকারি কাগজপত্র: কোথাও বেড়াতে যাওয়ার থাকলে, প্রথমেই কোন কোন কাগজ নিতে হবে, সেগুলি গুছিয়ে নিন। ভোটার কার্ড, আধার কার্ড তো আছেই, বিদেশ যেতে হলে পাসপোর্ট-ভিসার কাগজও গুছিয়ে নিতে হবে। এখন আবার সঙ্গে দরকার কোভিডের টিকার শংসাপত্রও।

০৪ ১৩

ওষুধ: জ্বর, পেটের গণ্ডগোল, সর্দি, মাথাব্যথার সাধারণ ওষুধ তো সঙ্গে রাখতেই হবে, এর সঙ্গে নিতে পারেন আরও কয়েকটি ওষুধ। শীতে অনেকের ত্বকে ছত্রাকঘটিত সংক্রমণ হয়। তার ওষুধ নিতে পারেন। এ ছাড়াও রাখুন ব্যথা কমানোর মলম বা স্প্রে।

০৫ ১৩

পোর্টেবল জলের ফিল্টার: বেড়াতে গিয়ে পানীয় জলের সমস্যায় পড়তে হয় অনেককেই। পোর্টেবল জলের ফিল্টার সঙ্গে রাখলে এই সমস্যা হবে না। যে কোনও জায়গায় পাওয়া যাবে পানীয় জল।

০৬ ১৩

টয়লেট পেপার: শীতে সব জায়গায় জল নাও পেতে পারেন। বা জল পেলেও ঠান্ডায় তা ব্যবহার করার ইচ্ছা নাও হতে পারে। তাই সঙ্গে অবশ্যই রাখুন টয়লেট পেপার।

০৭ ১৩

মশা তাড়ানোর স্প্রে: যেখানে বেড়াতে যাচ্ছেন, সেখানে মশা বা অন্য কীটপতঙ্গের সমস্যা হতে পারে। শীতে এই সমস্যা হবে না— এমন ভাবার কোনও কারণ নেই। তাই মশা বা পোকা তাড়ানোর স্প্রে সঙ্গে নিন।

০৮ ১৩

ফোনের প্যাকেট: বেড়াতে গিয়ে ফোনটা জলে পড়ে যেতেই পারে। তার জন্য সঙ্গে রাখুন জল আটকানোর মতো মোবাইল ফোনের প্যাকেট। এর বাইরে থেকেই ফোনটি ব্যবহার করা যাবে। আবার জলে পড়ে গেলেও অসুবিধা হবে না।

০৯ ১৩

ফ্লাস্ক: বেড়াতে গিয়ে তো আর হোটেলের ঘরে বসে থাকবেন না? বাইরে বেরোতেই হবে। সেখানে যদি গরম জল না পান? তাই সঙ্গে রাখুন ছোট ফ্লাস্ক। দরকারে তাতে কিছুটা গরম চা’ও রাখতে পারেন।

১০ ১৩

গরম জামা: শীতে কোথাও বেড়াতে গেলে সঙ্গে গরম জামা রাখতেই হবে। সোয়েটার, মাফলার, টুপি, দস্তানা গুছিয়ে নিন মাথা ঠান্ডা করে। যেখানে যাচ্ছেন সেখানে তাপমাত্রা কেমন থাকবে, আগে থেকে জেনে নিন।

১১ ১৩

জুতো: আপনি যেখানে বেড়াতে যাচ্ছেন, সেখানে কি বরফ পড়বে? তা হলে সেই বুঝে জুতো নিন। পা গরম রাখবে এবং বরফে পিছলেও যাবে না, এমন জুতো বাছুন।

১২ ১৩

কালোচশমা: শীতে বেড়াতে গেলে অবশ্যই সঙ্গে রাখুন কালোচশমা। বিশেষ করে বরফের জায়গায় গেলে এই চশমা ব্যবহার করতেই হবে। না হলে চোখে সমস্যা হতে পারে।

১৩ ১৩

হাল্কা ব্যাগ: শীতে বেড়াতে গেলে গরম জামার কারণে এমনিতেই ব্যাগের ওজন বেড়ে যায়। তার উপর যদি ব্যাগটিই এমন কোনও উপাদানে তৈরি হয়, যেটি খুব ভারী, তা হলে মালপত্রের ওজন অত্যন্ত বেড়ে যায়। এই সময়ে বেড়াতে গেলে হাল্কা ব্যাগে সব কিছু নিতে পারেন। তবে দেখে নেবেন, সেটির ভিতর জল যেন না ঢোকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement