মুম্বইয়ের গিরগাঁওয়ে কলাম লেখক তথা ঔপন্যাসিক শোভা দে-র জন্ম। তাঁকে ভারতের ‘জ্যাকি কলিন্স’ বলা হয়। মডেল হিসেবে কর্মজীবন শুরু করেন। মডেল হিসেবে স্বীকৃতি পাওয়ার পরে সাতের দশকের শুরুতে সাংবাদিকতায় আসেন। তাঁর বিখ্যাত বইয়ের মধ্যে উল্লেখযোগ্য: স্মল বিট্রেয়ালস শোভা: নেভার আ ডাল ডে, শেঠজি, শোভা অ্যাট সিক্সটি, সন্ধ্যা’স সিক্রেট সুপারস্টার ইন্ডিয়া