কার্নাটিক সঙ্গীত শিল্পী এম এস শুভলক্ষ্মীর জন্ম।সঙ্গীত শিক্ষা শুরু তাঁর মায়ের কাছে। তাঁর প্রথম রেকর্ডিং প্রকাশিত হয় দশ বছর বয়সে। প্রথম সঙ্গীতজ্ঞ হিসাবে ১৯৯৮-এ ভারতরত্ন খেতাব পেয়েছেন।প্রথম ভারতীয় সঙ্গীতজ্ঞ হিসাবে ম্যাগসাইসাই পুরস্কার পেয়েছেন। তিনি বহু ভারতীয় ভাষায় ভক্তিগীতি গেয়েছেন। তাঁর ভজনের মধ্যে ‘ভজ গোবিন্দম’, ‘বিষ্ণু সহস্রনাম’, ‘হরি তুম হর’ উল্লেখযোগ্য।