মুস্তাক আলিতেও দেখা যাবে এই জুটিকে। শামি ও দিন্দা।
রঞ্জি ট্রফি কোয়ার্টার ফাইনাল যুদ্ধের আগে বিশেষ প্রস্তুতি শিবির পেতে চলেছে মনোজ তিওয়ারির বাংলা। যেখানে আসতে চলেছেন ভিভিএস লক্ষ্মণ এবং মুথাইয়া মুরলীধরন।
আপাতত সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্টে নামছে বাংলা। আগামী ২ জানুয়ারি হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ। টিম এ দিন নাগপুরে চলেও গেল। আর বাংলার রঞ্জি ট্রফি কোয়ার্টার ফাইনাল ম্যাচ ৩ ফেব্রুয়ারি। মুম্বইয়ে মধ্যপ্রদেশের বিরুদ্ধে। যে ম্যাচের আগে এমন প্রস্তুতি শিবিরের ব্যবস্থা করতে চলেছে সৌরভ গঙ্গোপাধ্যায় নেতৃত্বাধীন সিএবি।
আপাতত যা ঠিক, জানুয়ারি মাসের শেষ দিকে শিবির শুরু হবে। ভিশন ২০২০ প্রোজেক্টের সঙ্গে এমনিতেই যুক্ত ভিভিএস এবং মুরলী। প্রশ্ন উঠছিল যে, ভিশনের পেসারদের কোচ টিএ শেখরকে পাওয়া যাবে কি না। যেহেতু জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি থেকে তাঁর কাছে প্রস্তাব ছিল। কিন্তু সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় বৃহস্পতিবার জানিয়ে দিলেন, শেখর থাকছেন। কোথাও যাচ্ছেন না।
ও দিকে, নতুন প্রোজেক্ট উইকেটকিপার্স ক্লিনিক নিয়েও সব চূড়ান্ত করে ফেলল সিএবি। যে ক্লিনিকের দায়িত্ব পাচ্ছেন প্রাক্তন বাংলা অধিনায়ক দীপ দাশগুপ্ত। ইডেনে এ দিন সৌরভ বললেন যে, আপাতত তিন বছরের চুক্তি হচ্ছে দীপের সঙ্গে। তাঁর সঙ্গে কো-অর্ডিনেটর হিসেবে কাজ করবেন রুসি জিজিবয়। দীপকে এ নিয়ে জিজ্ঞেস করা হলে তিনি বললেন, ‘‘এটা আমার কাছে একটা বড় দায়িত্ব। কাজটা ভাল ভাবে করতে চাইছি।’’ যা ঠিক, তাতে জুনিয়র থেকে সিনিয়র—সমস্ত পর্যায় থেকেই উইকেটকিপার তোলার কাজ চলবে। কখন ক্রিকেটাররা ফাঁকা থাকছেন, তার উপর নির্ভর করবে শিবির। তবে অনেকেই ধরে নিচ্ছেন, ভিশন ২০২০-র সময়ই এটা হয়তো হবে। তবে এ ছাড়া আরও একটা ব্যাপার পড়ে আছে। সেটা— বাংলার নির্বাচক কমিটির চতুর্থ সদস্য নির্বাচন। সম্বরণ বন্দ্যোপাধ্যায় সরে যাওয়ার বাংলার চার সদস্যের নির্বাচক কমিটি এই মুহূর্তে তিন জনের। চতুর্থ সদস্য কে, তা এখনও চূড়ান্ত নয়। সম্বরণের প্রত্যাবর্তনের রাস্তাও খোলা থাকছে। সিএবি প্রেসিডেন্ট বলে দিলেন, ‘‘উনি চাইলে নির্বাচক কমিটিতে ফিরে আসতে পারেন। আমাদের কোনও অসুবিধে নেই।’’