১) শিখর ধবন সে রকম ছন্দে নেই। তা হলেও রোহিতের মতো শুরু থেকে ওকেও চালিয়ে খেলতে হবে। যদি উইকেট পড়েও যায়, মিডল অর্ডার যেন রান রেট পড়তে না দেয়। ৬-১৫ ওভারের মধ্যে দুটো সলিড পার্টনারশিপ দরকার।
২) প্রথম ম্যাচের মতো ধোনির ক্যামিও রোলটা যেন একই থাকে (৩ বলে ১১)। আগের দিন যুবরাজ সিংহ, হার্দিক পাণ্ড্য ও রবীন্দ্র জাডেজা ব্যাট পায়নি। যদি আগে ব্যাট করে ভারত, তা হলে এই তিন জনের উপর দায়িত্ব থাকুক রান রেট যতটা সম্ভব বাড়ানোর।
৩) ম্যাক্সওয়েল ফ্যাক্টরকে মাথায় রাখতে হবে। কোনও রানকেই তাই নিরাপদ বলা যাবে না। গ্লেন ম্যাক্সওয়েল যদি খেলে, তা হলে ওর জন্য থাকুক নেহরা-বুমরাহের ইয়র্কার। লেংথ বল যেন ভুলেও না হয়।
৪) নতুন বলে উইকেট চাই। তবে আগের ম্যাচের মতো অশ্বিনকে নতুন বলে আনার দরকার দেখছি না। শুনছি, এই ম্যাচে ওয়ার্নার আর স্মিথকে বিশ্রাম দিতে পারে অস্ট্রেলিয়া। সে ক্ষেত্রে ওয়াটসন সম্ভবত ওপেন করবে ফিঞ্চের সঙ্গে। দু’জন ডান হাতির বিরুদ্ধে অশ্বিনের অফ স্পিন সফল নাও হতে পারে। শুরুতে নেহরা-বুমরাহের পেসই যথেষ্ট।
৫) সিরিজে বুমরাহ কিন্তু দু’দলের মধ্যে তফাত গড়ে দিচ্ছে। অস্ট্রেলীয়রা ওর জন্য বিশেষ প্ল্যান করে নামবে। খুব সম্ভবত বুমরাহকে অ্যাটাক করবে। ধোনি যেন খুব সাবধানে ব্যবহার করে বুমরাহকে। ওর আত্মবিশ্বাসটা টিকিয়ে রাখা খুব দরকার। এক ওভারে যদি বুমরাহকে মেরে দেয়, তা হলে সঙ্গে সঙ্গে ওকে সরিয়ে নিয়ে পরে আনা হোক।