মুদগলের বৈঠকে ভিডিও ফুটেজ দেখলেন সৌরভ

সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে স্পট ফিক্সিং তদন্তের কাজ শুরু করে দিলেন বিচারপতি মুকুল মুদগল। বুধবার নয়া দিল্লিতে এই প্রথম মুদগল কমিটির বৈঠকে হাজির ছিলেন সৌরভ। বৈঠকে প্রাক্তন ভারত অধিনায়ককে দেখানো হল কিছু ভিডিও ফুটেজ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৯ জুন ২০১৪ ০৪:৪৭
Share:

সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে স্পট ফিক্সিং তদন্তের কাজ শুরু করে দিলেন বিচারপতি মুকুল মুদগল। বুধবার নয়া দিল্লিতে এই প্রথম মুদগল কমিটির বৈঠকে হাজির ছিলেন সৌরভ। বৈঠকে প্রাক্তন ভারত অধিনায়ককে দেখানো হল কিছু ভিডিও ফুটেজ।

Advertisement

আইপিএলে স্পট ফিক্সিং তদন্তের জন্য সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটিতে যোগ দেওয়ার পর বুধবারই প্রথম বৈঠকে বসলেন সৌরভ। বুধবার নয়াদিল্লির এক পাঁচতারা হোটেলে প্রায় তিন ঘন্টার এই বৈঠকে সৌরভ এ দিন কমিটির অন্যান্য সদস্যের সঙ্গে পরিচিত হওয়ার পর সরকারি ভাবে জানতে পারেন, তাঁকে এই কমিটিতে ঠিক কী ভূমিকা পালন করতে হবে। বৈঠকে উপস্থিত এক প্রত্যক্ষদর্শীর বিবরণ অনুযায়ী, বিভিন্ন ম্যাচের যে মুহূর্তগুলি নিয়ে সন্দেহ দেখা দিয়েছে, তেমন কতগুলি মুহূর্তের ফুটেজ এ দিন দেখানো হয় সৌরভকে। এই ফুটেজগুলি দেখে সেগুলি সত্যিই সন্দেহজনক কি না, সেই মতামত দেবেন সৌরভ।

রাতে দিল্লিতে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে সৌরভ আনন্দবাজারকে বলেন, “এটা ঠিকই যে, আজ মুদগল কমিটির বৈঠকে প্রায় তিন ঘন্টা ছিলাম। তবে বৈঠকে কী হয়েছে, তা নিয়ে কিছু বলতে পারব না। এই বিষয়ে একটাও কথা বলা বারণ। বুঝতেই পারছেন, ব্যাপারটা খুবই গোপনীয়।” তবে স্পট ফিক্সিং নিয়ে সৌরভ এ দিন অনেকক্ষণ কমিটির অন্যান্য সদস্যদের সঙ্গে আলোচনা করেন বলে জানা গিয়েছে। এই নিয়েও অবশ্য সৌরভ কিছু বলতে চাননি। জুলাইয়ের প্রথম সপ্তাহেই তিনি চলে যাবেন ইংল্যান্ডে। ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের টিভি ধারাভাষ্যের কাজে। এর মধ্যে আপাতত তাঁর মুদগল কমিটির বৈঠকে বসার কথা না থাকলেও তাঁর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখবেন বলে জানিয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি মুকুল মুদগল। প্রয়োজনে সৌরভকে জরুরি ভিত্তিতেও বৈঠকে ডাকা হতে পারে। কমিটির অন্যতম সদস্য নিলয় দত্ত এ দিন দিল্লি থেকে ফোনে বলেন, “তদন্তটি যেহেতু বেশ বিস্তৃত ভাবে করা হচ্ছে, তাই আরও অনেকবারই হয়তো সৌরভকে দরকার হবে। আজকের বৈঠকে অনেক কিছুই আলোচনা হয়েছে সৌরভের সঙ্গে। আরও আলোচনার প্রয়োজন। সে জন্য ওঁকে নিয়ে পরে ফের বৈঠকে বসতে হবে।” সৌরভও বললেন, “আমার তো মনে হয় আরও অন্তত ১০-১২টা বৈঠকে বসতে হবে।” এমনকী, ইংল্যান্ডে থাকাকালীন সৌরভের সঙ্গে ভিডিও কনফারেন্সও করতে পারেন বিচারপতি মুদগল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement