ডর্টমুন্ডেই থাকছেন জার্মান তারকা।
দলবদলের বাজার বন্ধ হল ইউরোপিয়ান ফুটবলে। এক দিকে যেখানে চেলসিতে সই করলেন হুয়ান কুয়াদ্রাদো, লুই ফান গলের কপালে জুটল শুধুই ব্যর্থতা।
বহু দিন ধরেই জানুয়ারির ট্রান্সফার উইন্ডোয় বরুসিয়া ডর্টমুন্ডের নামী ডিফেন্ডার ম্যাটস হুমেলসকে সই করানোর দৌড়ে ছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ব্রিটিশ প্রচারমাধ্যমের মতে, তাঁর জন্য পরপর প্রস্তাব দিয়ে গিয়েছে ম্যান ইউ। দলবদলের উইন্ডো বন্ধ হওয়ার কয়েক ঘণ্টা আগেও নাকি বরুসিয়াকে ফ্যাক্স পাঠিয়ে ম্যাঞ্চেস্টার জানতে চায়, কত অঙ্কের চুক্তিতে তারা হুমেলসকে ছাড়তে রাজি হবে। তবে বরুসিয়া থেকে কোনও উত্তর না আসায় হুমেলসকে ম্যাঞ্চেস্টারে আনতে পারলেন না লুই ফান গল। তবে কোনও ফুটবলারকে সই করাতে না পারলেও, অ্যান্ডারসন ও উইলফ্রেড জাহাকে ক্লাব থেকে ছেড়ে দিলেন ফান গল।
দলবদলের উইন্ডো বন্ধ হওয়ার আগে অবশ্য সবচেয়ে ব্যস্ত ক্লাব ছিল চেলসি। ক্লাব মালিক রোমান আব্রামোভিচের থেকে সবুজ সঙ্কেত পেয়ে ফিওরেন্তিনার হুয়ান কুয়াদ্রাদোকে সই করালেন হোসে মোরিনহো। ইতালীয় ক্লাব থেকে আসা কুয়াদ্রাদো কলম্বিয়ার হয়ে ব্রাজিল বিশ্বকাপে নজর কেড়েছিলেন। দুর্দান্ত পারফরম্যান্সে সমর্থকদের প্রভাবিত করেছিলেন। চেলসিতে সই করে এ দিন কুয়াদ্রাদো বলেন, “আমি চেলসির জন্য সেরা পারফরম্যান্স দেওয়ার চেষ্টা করব। আশা করছি আমরা একসঙ্গে অনেক ট্রফি জিতব।” কুয়াদ্রাদো সই করলেও চেলসি ছাড়তে হল মহম্মদ সালাহকে। যিনি ফিওরেন্তিনায় লিয়েনে সই করলেন। পাশাপাশি আবার চেলসির জার্মান বিশ্বকাপজয়ী তারকা আন্দ্রে শুরলে ২৫ মিলিয়ন পাউন্ডে সই করলেন জার্মান ক্লাব উল্ফসবার্গে।
অন্যান্য প্লেয়ারদের মধ্যে টটেনহ্যামের অ্যারল লেনোনকে লিয়েনে সই করল এভার্টন।