হিন্দুদের ধার্মিক ভাবনায় আঘাত করার অভিযোগে মহেন্দ্র সিংহ ধোনির নামে গ্রেফতারি পরোয়ানা জারি করল অন্ধ্রপ্রদেশের একটি আদালত।
অনন্তপুরের স্থানীয় আদালত এর আগে তিন বার ভারত অধিনায়ককে আলাদতে হাজির হওয়ার শমন পাঠায়। তা সত্ত্বেও ধোনি আদালতে হাজিরা না দেওয়ায় এ দিন পরোয়ানা জারি করল আদালত। তাদের দাবি, ১৬ জুলাই পুলিশ যেন আদালতে হাজির করে ধোনিকে।
ঘটনার সূত্রপাত গত বছর প্রকাশিত একটি ম্যাগাজিনের প্রচ্ছদ ঘিরে। ২০১৩ এপ্রিলে ‘বিজনেস টুডে’ ম্যাগাজিন ধোনির একটি ছবি ছাপে। যে ছবিতে বিষ্ণুদেবতার সাজে দেখা গিয়েছিল ধোনিকে। এবং ছবির ক্যাপশন ছিল ‘গড অব বিগ ডিল্স’। ধোনি যে বাণিজ্যিক এনডোর্সমেন্ট ইত্যাদি থেকে প্রচুর অর্থ উপার্জন করেন, সেটাই ছিল ছবির সারমর্ম। অবশ্য শুধু বিষ্ণুর সাজেই ছিলেন না ধোনি। তাঁর এনডোর্স করা বিভিন্ন সরঞ্জাম হাতে ধরে ছিলেন, যার মধ্যে ছিল একজোড়া জুতোও।
এই ছবি প্রকাশের জেরে এ বছর ফেব্রুয়ারিতে আদালতে ধোনির বিরুদ্ধে মামলা করেন বিশ্ব হিন্দু পরিষদের স্থানীয় নেতা ওয়াই শ্যামসুন্দর। তাঁর দাবি ছিল, একটি হিন্দু দেবতার প্রতি অসম্মান দেখিয়ে হিন্দু ধর্মে বিশ্বাসী মানুষের ভাবনায় আঘাত করেছেন ধোনি। শুধু স্থানীয় এই নেতা নন, দিল্লি-পুণে-সহ অন্যান্য শহরেও ধোনির বিরুদ্ধে আদালতে আবেদন জমা করা হয়।
গোটা ঘটনায় প্রত্যাশিত ভাবেই কোনও প্রতিক্রিয়া দেননি ভারত অধিনায়ক। ১৬ জুলাই তাঁর আদালতে হাজিরা দেওয়াও যথেষ্ট অনিশ্চিত। তিনি ভারতীয় দলের সঙ্গে ইতিমধ্যেই ইংল্যান্ড সফরে চলে গিয়েছেন। এবং ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট শুরু ১৬ জুলাইয়ের পরের দিনই।