ভারতীয় ড্রেসিংরুমের বাইরে লাগানো টিম ম্যানেজমেন্ট সদস্যদের ছবি (চিহ্নিত ধবল কুলকার্নি)। ছবি: দেবাশিস সেন
পারথে আমিরশাহিকে ভারতের ৯ উইকেটে হারানোটা যতটা নিরামিষ, ততটাই রোমাঞ্চকর ওয়াকায় টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমের দরজার পাশে সাঁটা ধোনির দলের গ্রুপ ফটো! কী তাৎপর্য তার? না, সেখানে ভারতীয় দলের পনেরো জন ক্রিকেটারের পরিচিতির সঙ্গে টিম ম্যানেজমেন্ট সদস্যদের যে ছবি লাগানো আছে, তাঁদের মধ্যে অন্যতম ধবল কুলকার্নি!
আসলে মুম্বই মিডিয়াম পেসারকে বিশ্বকাপে ভারতীয় দলের ড্রেসিংরুমে ঠাঁই দেওয়ার জন্যই এটা টিম ইন্ডিয়ার একটা গেমপ্ল্যান বলা যায়। সাপোর্ট স্টাফের টিমে ঝবলকে জায়গা করে দেওয়া। আইসিসির দুর্নীতিদমন শাখার নিয়মানুযায়ী, বিশ্বকাপে কোনও দলের ম্যাচের দিন তাদের ড্রেসিংরুমে যতজন সদস্য থাকবেন, তাঁদের প্রত্যেকের সচিত্র পরিচয়পত্র দরজার বাইরে লাগাতে হবে। সেই তালিকার বাইরে ড্রেসিংরুমে কারও প্রবেশাধিকার সম্পূর্ণ নিষিদ্ধ। এ দিকে আবার আইসিসির কড়া নিয়ম, বিশ্বকাপে কোনও দল সর্বাধিক পনেরো জনের বেশি ক্রিকেটার রাখতে পারবে না। তার বাইরে কোনও ক্রিকেটারের ড্রেসিংরুমে থাকার অনুমতি নেই। কিন্তু ত্রিদেশীয় সিরিজে ভুবনেশ্বর কুমারের চোট লাগার পর থেকেই বিসিসিআইয়ের খরচে ধবলকে রেখে দেওয়া হয়েছে অস্ট্রেলিয়ায় ভারতীয় দলের সঙ্গে। বিশ্বকাপে ধোনিদের সঙ্গেই তিনি সর্বত্র ঘুরছেন, নেটে নামছেন। কিন্তু আইসিসির লালফিতের ফাঁসে পড়ে ভারতের ড্রেসিংরুমে ম্যাচের দিন থাকতে পারছিলেন না। শনিবার হয়তো সে জন্যই ধবলকে টিম ম্যানেজমেন্টের একজন সদস্য হিসেবে দেখিয়ে ওয়াকায় নিজেদের ড্রেসিংরুমে রেখে দেওয়ার চমকপ্রদ রাস্তা বের করে নেয় ভারতীয় দল। এ ব্যাপারে ভারতীয় দলের মিডিয়া ম্যানেজার ডা. আর এন বাবার কাছে জানতে চাইলে তিনি কোনও মন্তব্য করতে অস্বীকার করেন। এমনকী এটা আইসিসির তরফে কোনও ভুল কি না প্রশ্ন করলেও তিনি বিতর্কে ঢুকতে রাজি হননি। ভুবনেশ্বর কুমার শনিবার মাঠে নামলেন। এ বার প্রশ্ন উঠছে, এরপরে বাকি টুর্নামেন্টেও কি এ ভাবেই ধবলকে ভারতীয় দলের সঙ্গে রেখে দেওয়া হবে?
আজ বিশ্বকাপে
ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা (ওয়েলিংটন, ভোর ৩-৩০)
পাকিস্তান বনাম জিম্বাবোয়ে (ব্রিসবেন, সকাল ৯-০০)