ভারত ‘এ’-র ক্যাপ্টেন মনোজ
আসন্ন জুলাই-অগস্টে ভারত ‘এ’-র অস্ট্রেলিয়া সফরে দু’টি চার দিনের ম্যাচে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন মনোজ তিওয়ারি। এই সফরেই চারদেশীয় ওয়ান ডে টুর্নামেন্টে দলের ক্যাপ্টেন রবিন উথাপ্পা। মনোজ সেই দলেও আছেন। তবে তিনি ছাড়া বাংলার আর কোনও ক্রিকেটারকে এই সফরে দেখা যাবে না।
ফাইনালে অর্ণবের ছয়
এএন ঘোষ ট্রফির ফাইনালে ছ’উইকেট পেলেন বাংলা দলে খেলা মোহনবাগানের অলরাউন্ডার অর্ণব নন্দী। এ দিন কালীঘাট ৩৫০ অল আউট হয়ে যায় ৮৪.৫ ওভারে। অর্ণব একাই ছয় ব্যাটসম্যানকে ফেরান। যাদবপুর বিশ্ববিদ্যালয় মাঠে কালীঘাটের পার্থসারথী ভট্টাচার্য (৮৯), শ্রীবৎস গোস্বামী (৬৯) ও মনোজ তিওয়ারি (৫৭) রান পান। বৃহস্পতিবার ৩৫১-র টার্গেট নিয়ে পাল্টা ব্যাট করতে নামবে মোহনবাগান।
আনন্দ-কার্লসেন সোচিতে
বিশ্বনাথন আনন্দের বিশ্ব চ্যাম্পিয়নের হারানো আসন ফিরে পাওয়ার যুদ্ধ হবে সোচিতে। ম্যাগনাস কার্লসেনের বিরুদ্ধে ৭ নভেম্বর রাশিয়ার এই পাহাড় ঘেরা শহরেই লড়াইয়ে নামবেন পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন। এখানেই চলতি বছরে শীতকালীন অলিম্পিকের আসর বসেছিল। নরওয়ের চ্যাম্পিয়নের বিরুদ্ধেও আনন্দকে খেলতে হবে অলিম্পিক ভিলেজেই।
আহত চিত্রশিল্পী
এনসিসি সুপার কাপ চলাকালীন ইডেনের সাইটস্ক্রিন ভেঙে পড়ায় আহত হলেন সিএবি-র এক সরকারি চিত্রশিল্পী। এ দিন সন্ধেয় আচার্য্য জগদীশ চন্দ্র বসু কলেজ বনাম প্রফুল্ল চন্দ্র কলেজ এনসিসি সুপার কাপ ফাইনাল ম্যাচের সময় ঝড়বৃষ্টির জেরে সাইটস্ক্রিন ভেঙে এই দুর্ঘটনা ঘটে। চিত্রশিল্পী আপাতত গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। এ দিকে, এ দিন বৃষ্টিতে ম্যাচ পুরো করা না যাওয়ায় দুই কলেজকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হল।
প্রয়াত ধীলন সেনগুপ্ত
ময়দানের পরিচিত কর্তা ধীলন সেনগুপ্ত (৬৫) মারা গেলেন। ঐক্য সম্মিলনীর এই কর্তা দীর্ঘদিন আইএফএ-র সহ সচিব ছিলেন। সিএবি-র ওয়ার্কিং কমিটিতেও ছিলেন তিনি।
প্রয়াত সমর কর
মারা গেলেন সিএবি ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য সমর কর। ৭৬ বছর বয়সের ক্রিকেট প্রশাসক একসময়ে সিএবি-র ভাইস প্রেসিডেন্ট ও সহসচিবও ছিলেন।