টুকরো খবর

স্পনসর নেই। ফুটবলাররা মাইনে পায়নি। কিন্তু নেই রাজ্যের বাসিন্দা হওয়া সত্ত্বেও অবনমন বাঁচিয়েছে ইউনাইটেড। আর সেই কারণেই ইউনাইটেড ফুটবলারদের সংবর্ধিত করল এক কোম্পানি। বাইপাসের ধারে এক হোটেলে ইউনাইটেডের সব ফুটবলাররা উপস্থিত থাকলেও ছিলেন না দলের টিডি সুব্রত ভট্টাচার্য।

Advertisement
শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০১৪ ০৩:৩২
Share:

ইউনাইটেড ফুটবলারদের সংবর্ধনা

Advertisement

নিজস্ব সংবাদদাতা • কলকাতা

মাঠ ভুলে মাছে মন! শুক্রবার উত্তর কলকাতার একটি হোটেলে রান্নার ক্লাসে
দীপক, জয়ন্ত, বেলো, সংগ্রাম ও দীপেন্দু। —নিজস্ব চিত্র।

Advertisement

স্পনসর নেই। ফুটবলাররা মাইনে পায়নি। কিন্তু নেই রাজ্যের বাসিন্দা হওয়া সত্ত্বেও অবনমন বাঁচিয়েছে ইউনাইটেড। আর সেই কারণেই ইউনাইটেড ফুটবলারদের সংবর্ধিত করল এক কোম্পানি। বাইপাসের ধারে এক হোটেলে ইউনাইটেডের সব ফুটবলাররা উপস্থিত থাকলেও ছিলেন না দলের টিডি সুব্রত ভট্টাচার্য। ফুটবলারদের জন্য বানানো হয় এক বিশেষ ডিশ। এ ছাড়াও কাটা হয় কেক। কিন্তু সংবর্ধনার মধ্যেও আগামী মরসুমের চিন্তাভাবনা শুরু করে দিল ইউনাইটেড ফুটবলাররা। দলের অধিনায়ক দীপক মণ্ডল বলেন, “আমি ইউনাইটেডে থাকতে চাই। কিন্তু ভাল প্রস্তাব পেলে আমাকে ভাবতেই হবে।” যার গোলে অবনমন বাঁচল ইউনাইটেডের সেই এরিক ব্রাউন বলেন, “অনেক কষ্টের মধ্যেও আমরা লক্ষ্যচ্যুত হইনি। আমরা আমাদের কাজ করতে পেরেছি। আর সোমবার ইস্টবেঙ্গলকে হারিয়ে মরসুম জয় দিয়ে শেষ করতে চাই।” ক্লাব কর্তা নবাব ভট্টাচার্য বলেন, “ফুটবলাররা ওদের কাজ করে দিয়েছে। এ বার আমাদের কাজ ওদের জন্য স্পনসর জোগাড় করা।” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দীপেন্দু বিশ্বাস।

মিউনিখের ম্যাচটাই ফাইনাল: রোনাল্ডো

নিজস্ব প্রতিবেদন

সান্তিয়াগো বের্নাবাওতে হেরে রিয়াল মাদ্রিদকে ঘরের মাঠে কচুকাটা করার প্রস্তুতিতে ব্যস্ত বায়ার্ন মিউনিখ সাবধান! সদ্য চোট কাটিয়ে ফেরা রিয়াল মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কিন্তু আগাম বলে রাখছেন চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে যাচ্ছেন তাঁরাই। নিজের নতুন বুট উদ্বোধনের অনুষ্ঠানে এসে পতুর্গিজ মহাতারকা শুক্রবার বলে দেন, “ঘরের মাঠে আমরা যে রকম খেলেছি মিউনিখেও সেই খেলাটাই বজায় রাখার চেষ্টা করব। জানি বায়ার্ন গ্রেট টিম, কিন্তু আমাদের একটু হলেও অ্যাডভান্টেজ রয়েছে (প্রথম পর্বে ১-০ এগিয়ে থাকার)। সেটার সুবিধে নিতে হবে। ম্যাচটা কঠিন হবে এতে সন্দেহ নেই। তবে আমাদেরও দুর্বল ভাববেন না। টিমের প্রত্যেকে আত্মবিশ্বাসে ফুটছে। আমরা চেষ্টা করব মিউনিকে গোল করার।” পাশাপাশি সিআর সেভেন আরও যোগ করেন, “দশম চ্যাম্পিয়ন্স লিগ খেতাবের স্বপ্ন রিয়াল সমর্থকরা দীর্ঘদিন দেখছেন। এটাই এখন ধ্যান-জ্ঞান হয়ে দাঁড়িয়েছে। যেটা আমাদের উপর অতিরিক্ত চাপের। সম্প্রতি আমরা তিনবার সেমিফাইনালে উঠলেও আমার মনে হচ্ছে এ বার ফাইনালে যাব। গতবারের চ্যাম্পিয়নদের বিরুদ্ধে ম্যাচটা তাই ফাইনালের মতো।” আর নিজের চোট নিয়ে তিনি বলে দেন, “দ্রুত সেরে উঠছি। বায়ার্নের ম্যাচটা স্পেশ্যাল ছিল। সব ঠিকঠাক থাকায় দারুণ লাগছে।”

গ্রেগের নয়া তত্ত্ব

টি-টোয়েন্টির রমরমায় কেরিয়ার শুরু করলে সচিন তেন্ডুলকরের গ্ল্যামার আর ক্যারিশমা অন্য রকম হত। কিন্তু তখন মাস্টার-ব্লাস্টারের নায়ক কে হতেন? প্রশ্ন গ্রেগ চ্যাপেলের। প্রাক্তন ভারতীয় কোচ বলেছেন, “সচিন যে সময় বড় হয়েছে তখন টেস্ট ক্রিকেটই ছিল মুখ্য। তখন ওয়ান ডে-র সঙ্গেও টেস্টের অনেক ক্ষেত্রে মিল ছিল।” গুরু গ্রেগ আরও যোগ করেন, “ওর নায়ক, বা সচিনের প্রতিদ্বন্দ্বীদের নায়করাও টেস্ট ক্রিকেটার হিসাবেই নিজেদের প্রতিষ্ঠিত করেছিল। কিন্তু এখনকার, বিশেষ করে ভারতের তরুণ ক্রিকেট ভক্তরা প্রচুর টি-টোয়েন্টি দেখছে। তাই ওদের কাছে বিস্ফোরক ব্যাটিং আকর্ষণীয়। কোনও সন্দেহ নেই সচিনের মতো অবিশ্বাস্য প্রতিভা যে কোনও ফর্ম্যাটেই মানিয়ে নিতে পারত। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, সচিন কাকে সামনে রেখে এগোত তখন?”

সিন্ধু শেষ চারে

এশিয়ান ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ সেমিফাইনালে উঠে টুর্নামেন্ট থেকে ব্রোঞ্জ পাওয়া নিশ্চিত করে ফেললেন পি ভি সিন্ধু। কোয়ার্টার ফাইনালে বিশ্বের দশ নম্বর সিন্ধু হারান তাইল্যান্ডের বুসানানকে। ১৪-২১, ২১-১৩, ২১-১০। ফাইনালে ওঠার লড়াইয়ে তাঁর সামনে চিনের শিজিয়ান ওয়াং। মেয়েদের ডাবলসে শেষ চারে উঠে জ্বালা গাট্টা ও অশ্বিনী পোনাপ্পা জুটিও ব্রোঞ্জ নিশ্চিত করেছেন।

দায়িত্বে আতাপাত্তু

চলতি সপ্তাহের গোড়ায় পল ফাব্রেস ইস্তফা দেওয়ায় শ্রীলঙ্কার অন্তর্বর্তীকালীন কোচ নিযুক্ত হলেন মার্ভান আতাপাত্তু। শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার গত তিন বছর জাতীয় দলের সহকারী কোচ ও ব্যাটিং কোচের দায়িত্বে ছিলেন। গত চার বছরে এই নিয়ে শ্রীলঙ্কা বোর্ড সাত নম্বর জাতীয় কোচ নিয়োগ করল।

ব্রাজিলে চুরি

নানা অস্বস্তি ছিলই ব্রাজিল সরকারের। সঙ্গে জুড়ল বিশ্বকাপের স্টিকার চুরি। রোনাল্ডো,মেসি, নেইমারদের প্রায় তিন লক্ষ স্টিকার নিয়ে চম্পট দিয়েছে চোরেরা। ১৯৭০ থেকেই বিশ্বকাপের প্রিয় তারকাদের স্টিকার জনপ্রিয়। ব্রাজিলেও স্টিকারের চাহিদা আকাশচুম্বী। তাই চুরির ঘটনায় হইচই পড়ে গিয়েছে।

ফের হার নাদালের

ইউরোপিয়ান ক্লে কোর্ট মরসুমে দ্বিতীয় টুর্নামেন্ট বার্সেলোনা ওপেনেও হেরে গেলেন রাফায়েল নাদাল। কোয়ার্টার ফাইনালে ক্লে কোর্ট সম্রাটকে হারালেন নিকোলাস আলমাগ্রো ২-৬, ৭-৬, ৬-৪।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement