ছাঁটাইয়ের পথে মোয়েস
নিজস্ব প্রতিবেদন
ধৈর্যের বাঁধ শেষ অবধি হয়তো ভাঙতে চলেছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের। ব্রিটিশ মিডিয়ার গরিষ্ঠ মহলে জল্পনা তুঙ্গে যে, ২৮ বছর পর প্রথম কোনও চিফ কোচকে ছেঁটে ফেলতে চলেছে ম্যান ইউ। সেই ডেভিড মোয়েসের সঙ্গে ইউনাইটেডের মালিক গ্লেজার পরিবার ও ক্লাবের সিইও এড উডওয়ার্ডের আলোচনা চলছে। যে কোনও সময় স্কটিশ ম্যানেজারের ভবিষ্যৎ স্পষ্ট হয়ে যাবে। যাঁকে এ মরসুমেই পছন্দ করে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে এনে দলের ভার তুলে দিয়েছিলেন গত ২৬ বছর ধরে ম্যান ইউয়ের সফল ম্যানেজার স্যর অ্যালেক্স ফার্গুসন। সিকি শতাব্দীর ম্যান ইউ পূর্বসূরির মনোনীত উত্তরসূরি এক মরসুমও জগদ্বিখ্যাত ইংরেজ ক্লাবে টিকে থাকছেন না। সোমবার ম্যান ইউ সরকারি ভাবে যদিও মোয়েসের ব্যাপারে কোনও মন্তব্য করেনি। তবে ম্যান ইউ বস হিসেবে মোয়েসের হাতে যে খুব বেশি সময় নেই সেটা রবিবার তাঁর পুরনো ক্লাব এভার্টনের কাছে হারের পরেই ইঙ্গিত পাওয়া গিয়েছে। এ বার ইপিএলে দু’পর্বেই নিজের পুরোনো ক্লাবের কাছে হারলেন মোয়েস। এর পরেই তড়িঘড়ি মোয়েসের সঙ্গে ম্যান ইউয়ের সর্বোচ্চ নেতৃত্ব বৈঠকে বসায় তাঁর বিদায়ঘণ্টা বাজার ব্যাপারটা যেন আরও স্পষ্ট। গত মাসে লিভারপুলের কাছে ০-৩ হারের পর থেকেই মোয়েসের চাকরি সুতোর উপর ঝুলছিল। গত রাতে ০-২ হারিয়ে এভার্টন ৪৪ বছর পর যে ভাবে এ মরসুমে দু’বারই ‘রেড ডেভিলস’কে হারানোর রেকর্ড গড়ে ফেলে, তার পর ম্যান ইউ কর্তারা মোয়েসকে ছেঁটে ফেলার সিদ্ধান্ত এক প্রকার নিয়েই ফেলেছেন বলে ব্রিটিশ মিডিয়ায় খবর।
রোনাল্ডো সুস্থ, বেল অসুস্থ
নিজস্ব প্রতিবেদন
ইস্টার ‘বানি’র সাজে রোনাল্ডোর বান্ধবী ইরিনা।
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর কাছে এ বারের ‘ইস্টার সান্ডে’ যেন আরও খুশি নিয়ে হাজির! গত বারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম পর্বের বাহাত্তর ঘণ্টা আগে তিনি রিয়াল অনুশীলনে পুরোদমে খাটলেন। পূর্ণাঙ্গ প্র্যাকটিস করলেন। রিয়াল মহাতারকার বান্ধবী ইরিনা শায়েক আবার ‘ইস্টার বানি’র পোশাকে ঝড় তুললেন একই দিনে! রিয়ালের রবিবাসরীয় প্র্যাকটিসে ২৯ বছরের রোনাল্ডোকে দেখে অনেকেরই মনে হয়েছে, বুধবার বের্নাবাওয়ে রিজার্ভ বেঞ্চে অন্তত দেখা যাবে তাঁকে। শুরুতে না নামলেও পরিবর্ত হিসাবে রোনাল্ডোর খেলা প্রায় নিশ্চিত। হাঁটু আর থাই মাসলের চোটে রোনাল্ডো রিয়ালের শেষ চারটে ম্যাচ খেলেননি। কিন্তু সোমবার স্প্যানিশ সংবাদপত্রের খবর, তাঁর বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চিড় পুরো সেরে গিয়েছে। এখন শুধু ম্যাচ ফিট হওয়া দরকার। রিয়ালের জন্য অবশ্য খারাপ খবর কোপা দেল রে জয়ের নায়ক গ্যারেথ বেলের ইনফ্লুয়েঞ্জা। রিয়ালের প্র্যাকটিসেও তিনি আসতে পারেননি।
কমিটিতে থাকলে বোর্ডের সঙ্গে সম্পর্ক ত্যাগ করতে তৈরি শাস্ত্রী
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
ভারতীয় বোর্ডের প্রস্তাবিত তদন্ত কমিটিতে রবি শাস্ত্রীর থাকা নিয়ে এখনও জলঘোলা চলছে। সোমবার প্রাক্তন বোর্ড প্রেসিডেন্ট শরদ পওয়ার শাস্ত্রী প্রসঙ্গে বলেন, “আমি যখন বিসিসিআই প্রধান ছিলাম, তখন শাস্ত্রী এবং সুনীল গাওস্করের সঙ্গে একটা চুক্তি সই করি। বোর্ডের সঙ্গে শাস্ত্রীর একটা আর্থিক সম্পর্ক রয়েছে। তাই কেউ এখন বলতেই পারে, যার সঙ্গে বোর্ডের আর্থিক চুক্তি রয়েছে, সে কী করে বোর্ড প্রধানের বিরুদ্ধে তদন্ত করার জন্য তৈরি কমিটিতে থাকতে পারে?” তা হলে কি শাস্ত্রীর উচিত তদন্ত কমিটি থেকে সরে দাঁড়ানো? পওয়ার শুধু বলেন, “বিসিসিআইয়ের সঙ্গে কিন্তু আর্থিক চুক্তি আছে শাস্ত্রীর।” শাস্ত্রী অবশ্য আনন্দবাজারকে জানাচ্ছেন, ক্রিকেটের স্বার্থে বোর্ডের সঙ্গে সব রকম সম্পর্ক ছেদ করতে তৈরি তিনি। শাস্ত্রী বলেন, “মহামান্য আদালত যদি তদন্ত কমিটিতে আমার নাম মেনে নেয়, তা হলে আমি ভারতীয় বোর্ডের সঙ্গে সব রকম সম্পর্ক ত্যাগ করতে তৈরি। কারণ এটা বৃহত্তর কাজ। আমি এর আগে ২০০৭ সালে একটা গুরুত্বপূর্ণ সময়ে দেশের ক্রিকেট ম্যানেজারের দায়িত্ব নিয়েছিলাম। আর এখন ক্রিকেটের স্বার্থে এই দায়িত্বটা নিতেও তৈরি।”
পেন নেই বাঁচার যুদ্ধের অনুশীলনে
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
দলের উপর ঝুলছে অবনমনের খাঁড়া। ক্লাব কর্তাদের রাতের ঘুম উড়ে যাওয়ার জোগাড়। যে সময় টিমের একজোট থাকার কথা, তখন কোচকে না বলেই অনুশীলনে এলেন না মহমেডান তারকা পেন ওরজি। এ দিন যুবভারতীর অনুশীলনে পেন ছাড়াও অসীম বিশ্বাস, সন্দীপ সাংঘা, জেরি সাঙ্গমার মতো অনেকেই ছিলেন না। এ দিনই আবার মহমেডানের উপরে আরও চাপ বাড়িয়ে আই লিগে অবনমন বাঁচিয়ে নিল রাংদাজিদ। শিলং ডার্বিতে লাজং এফসির সঙ্গে ০-০ ড্র করে ২৫ পয়েন্ট পেয়ে অবনমন বাঁচালেন র্যান্টি মার্টিন্সরা। এই অবস্থায় পেনের ‘আচরণে’ স্বভাবতই বিরক্ত মহমেডান কোচ সঞ্জয় সেন। বললেন, “নিশ্চয়ই কোনও সমস্যা হয়েছিল পেনের। কিন্তু আমায় কিছু জানায়নি। মঙ্গলবার অনুশীলনে যদি আসে তবেই জানতে পারব কী হয়েছিল।” পেনের সঙ্গে যোগাযোগ করলে তিনি বললেন, “পারিবারিক কারণে অনুশীলনে যেতে পারিনি। মঙ্গলবার অবশ্যই যাব।” আই লিগে এই মুহূর্তে সবার শেষে (১৩ নম্বর) থাকা মহমেডানের অবনমন বাঁচানোর লড়াইয়ে শেষ ম্যাচ মুম্বই এফসি-র বিরুদ্ধে ২৭ এপ্রিল। সঞ্জয় বললেন, “মুম্বই খুবই শক্ত প্রতিপক্ষ। পুরো আই লিগে ওরা খুব কম ম্যাচেই হেরেছে। কিন্তু অবনমন বাঁচাতে হলে আমাদের জিততেই হবে।” মহমেডান অধিনায়ক লুসিয়ানো আবার বলে দিলেন, “আশা করছি মুম্বইকে হারিয়ে ক্লাবের অবনমন বাঁচাব।”