চিকিৎসায় সাড়া দিচ্ছেন শুমি, দাবি পরিবারের

মিশায়েল শুমাখারের ভক্তদের জন্য ভাল খবর। প্রাক্তন ফর্মুলা ওয়ান কিংবদন্তি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। এমনটাই দাবি শুমাখারের পরিবারের। কিছু দিন আগেই শুমাখারের চিকিৎসক গ্যারি হার্টস্টেইন বলেছিলেন, কোমা থেকে জেগে ওঠার সম্ভাবনা ৪৫ বছর বয়সি এফ ওয়ান চ্যাম্পিয়নের প্রায় নেই। কিন্তু এ দিন শুমাখারের পরিবার জানায় চিকিৎসায় ধীরে ধীরে সাড়া দিচ্ছেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০১৪ ০৪:১৪
Share:

মিশায়েল শুমাখারের ভক্তদের জন্য ভাল খবর। প্রাক্তন ফর্মুলা ওয়ান কিংবদন্তি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। এমনটাই দাবি শুমাখারের পরিবারের।

Advertisement

কিছু দিন আগেই শুমাখারের চিকিৎসক গ্যারি হার্টস্টেইন বলেছিলেন, কোমা থেকে জেগে ওঠার সম্ভাবনা ৪৫ বছর বয়সি এফ ওয়ান চ্যাম্পিয়নের প্রায় নেই। কিন্তু এ দিন শুমাখারের পরিবার জানায় চিকিৎসায় ধীরে ধীরে সাড়া দিচ্ছেন তিনি। কোমা থেকে জেগে ওঠার ব্যাপারে তাঁরা আশাবাদী। জার্মান কিংবদন্তির মুখপাত্র সাবাইন খেম বলেন, “মাইকেল উন্নতি করছে। ওর মধ্যে জেগে ওঠার লক্ষণ দেখা গিয়েছে। এই কঠিন আর দীর্ঘ লড়াইয়ে আমরা সবাই আর গ্রেনোবেলের টিম মাইকেলের সঙ্গে আছি।” সঙ্গে তিনি আরও বলেন, “আপনাদের এ ভাবে সমর্থন ও শুভেচ্ছা জানানোর জন্য ধন্যবাদ। তার সঙ্গে এটাও বুঝতে হবে চিকিৎসার স্বার্থেই মাইকেলের শারীরিক অবস্থা নিয়ে এর বেশি বিশদে জানানো যাচ্ছে না।”

ফরাসি আল্পসে স্কি করতে গিয়ে সাত বারের ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়নের দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর তিন মাস কেটে গিয়েছে। কখনও আশা আবার কখনও আশঙ্কায় ভেসেছেন সমর্থকরা। ফ্রান্সের নামকরা হাসপাতালে আসার পর থেকে তাঁর শারীরিক অবস্থা নিয়ে খুব সামান্যই প্রকাশ পাওয়ায় প্রচুর জল্পনাও ছড়িয়েছে।

Advertisement

দীর্ঘদিন কোমায় থাকায় শুমাখারের শরীরের ওজন ২৫ শতাংশ কমে গিয়েছে বলে শোনা গিয়েছিল। তাঁর ওজন নাকি এখন মাত্র ৫৫ কেজি। এর পর শোনা যায় শুমাখারের সুইৎজারল্যান্ডের বাড়িতে নাকি এক কোটি পাউন্ডের মেডিক্যাল সুইট তৈরি হচ্ছে। প্রতিদিন শুমাখারের পরিবারকে হাসপাতালে আসতে ২৫০ কিমি দূরত্ব পেরোতে হয়। স্ত্রী করিনা ও পরিবারের অন্য সদস্যরা ১০ ঘণ্টা শুমির পাশে থাকেন। হার্টেস্টেইনের পরামর্শও ছিল শুমির জেনেভার বাড়িতে বিশেষ ভাবে তৈরি আইসিইউ তৈরি করতে পারলে তাঁকে সেখানেই নিয়ে যাওয়া হোক। কেন না অদূর ভবিষ্যতে গ্রেনোবেল হাসপাতালও এত দিন শুমিকে রাখার জন্য চাপে পড়তে পারেন। জার্মান কিংবদন্তি ফর্মুলা ওয়ান চালকের থেকেও গুরুতর সমস্যা নিয়ে কোনও রোগী ভর্তি হলে চাপ বাড়তে পারে। গ্রেনোবেল থেকে তাঁর বাড়িতে শুমিকে স্থানান্তরিত করার সব কিছু ঠিকঠাক এমন জল্পনাও ছিল।

কিন্তু সে সব জল্পনা উড়িয়ে দেন শুমাখারের মুখপাত্র সাবাইন খেম। তিনি বলে দেন, “এ সব ভিত্তিহীন খবর”। এ দিকে, গোটা বিশ্ব জুড়ে শুমাখারের দ্রুত আরোগ্য প্রার্থনা তো চলছেই। চলতি সপ্তাহের শেষে বাহরিন গ্রাঁ প্রি-তেও শুমির জন্য বিশেষ একটি বার্তা দিয়েছেন ফর্মুলা ওয়ানের ড্রাইভাররা, “আমাদের শুভেচ্ছা আর প্রার্থনা তোমার সঙ্গে আছে মাইকেল।” রেস চলাকালীন ট্র্যাকের পাশে এই বার্তা দেখা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement