বোর্ড প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়ার বাড়ি ঘেরাওয়ের হুমকি দিলেন বিহারের ক্রিকেটররা। বিহার ক্রিকেট সংস্থাকে বোর্ডের পূর্ণ সদস্যপদ দাবিতে এই ঘেরাওয়ের পরিকল্পনা। ২৫ জুলাই সিএবি-র বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানের দিন ডালমিয়ার বাড়ি ঘেরাও করবেন বলে হুমকি দিলেন বিহার প্লেয়ার্স অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট মৃত্যুঞ্জয় তিওয়ারি। গত ১২ জুন নাকি তাঁরা বোর্ড সচিব অনুরাগ ঠাকুরের বাড়ির সামনেও ধর্নায় বসেছিলেন। এই দাবি করে তিওয়ারি অভিযোগ করেন, ‘‘অন্যায়ভাবে বিহারের হাত থেকে পূর্ণ সদস্যপদ ছিনিয়ে নিয়ে বোর্ড ঝাড়খন্ডকে সদস্যপদ দিয়েছে। ফলে দেশের প্রথম শ্রেণির ক্রিকেটে খেলার সুযোগ না পাওয়ায় আমাদের রাজ্যের ক্রিকেটারদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।’’ ডালমিয়ার বাড়ি ঘেরাওয়ের আগে রাজ্যের প্রতি জেলায় ক্রিকেট পঞ্চায়েতও বসাবেন বলে জানিয়ে দিয়েছেন তিওয়ারি।