খাবরার বড় শাস্তি

বলজিত্ সিংহ সাইনির পর আইএসএলে বড় শাস্তির মুখে পড়লেন আর এক ভারতীয় ফুটবলার। নর্থইস্ট ইউনাইটেড ম্যাচে রেফারির বিরুদ্ধে খারাপ আচরণের জন্য চার ম্যাচ সাসপেন্ড হলেন চেন্নাইয়ানের হরমনজ্যোত্ সিংহ খাবরা।

Advertisement
শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০১৫ ০৩:১৭
Share:

বলজিত্ সিংহ সাইনির পর আইএসএলে বড় শাস্তির মুখে পড়লেন আর এক ভারতীয় ফুটবলার। নর্থইস্ট ইউনাইটেড ম্যাচে রেফারির বিরুদ্ধে খারাপ আচরণের জন্য চার ম্যাচ সাসপেন্ড হলেন চেন্নাইয়ানের হরমনজ্যোত্ সিংহ খাবরা। গুয়াহাটিতে নর্থইস্ট বনাম চেন্নাই লড়াই সাক্ষী ছিল বহু বিতর্কিত ঘটনার। তার মধ্যে সবচেয়ে উল্লেখ্য রেফারির সঙ্গে ঝামেলায় জড়িয়ে প্রথমার্ধেই খাবরার লাল কার্ড দেখা। যার জন্য এমনিতেই এক ম্যাচ তিনি সাসপেন্ড হতেন। কিন্তু রেফারির বিরুদ্ধে খারাপ আচরণের জন্য আরও তিন ম্যাচ জুড়ে দেওয়া হল শাস্তিতে। সঙ্গে তিন লাখ টাকা জরিমানাও করা হল তাঁকে। দু’দলের কোচ মাতেরাজ্জি এবং ফারিয়াস পরস্পর ঝামেলায় জড়িয়ে পড়ায় দু’দলকেও পঞ্চাশ হাজার টাকা করে জরিমানা করা হল। চেন্নাইয়ানের পাঁচ জনের বেশি কার্ড দেখায় তাদের টিমকে আরও এক লাখ টাকা জরিমানা দিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement