শহরে এক অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার। ছবি: শঙ্কর নাগ দাস।
ফেলে আসা সপ্তাহটা ভাল যায়নি তাঁর!
কারণ জানতে চাইলে প্রথমে আঙুল তুললেন ইপিএলে ম্যাঞ্চেস্টার ডার্বি ড্র হওয়ার দিকে। পরে বললেন আসল কথাটা। ‘‘আরে, ম্যাঞ্চেস্টারে থাকলেও আমি তো পুরোপুরি ভারতীয়। ভারত হারলে আজও বুকে মোচড় লাগে।’’
ওয়াংখেড়েতে ধোনি-যুগ সমাপ্তির ঢাক বেজে গেল? বিরাট কোহলি কি সব ফর্ম্যাটে অধিনায়কত্ব করার জন্য তৈরি?
কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের অনুষ্ঠানে ফারুখ ইঞ্জিনিয়ার বললেন, ‘‘ধোনি যখন বুঝেছিল টেস্ট থেকে অবসর নেবে তখন নিয়েছে। এ বারও কী সিদ্ধান্ত নেবে তা ওর উপর ছেড়ে দেওয়া হোক।’’ তার কিছুক্ষণ পরেই তাৎপর্যপূর্ণ ভাবে কোহলি প্রসঙ্গে স্বভাবসিদ্ধ রসিকতা, ‘‘বিরাট দারুণ ক্রিকেটার। সব ধরনের ক্রিকেটে অধিনায়কত্ব করার যোগ্য। ও ছাড়া আর আছেটা কে? কলকাতার কেউ আছে নাকি?’’
তবে দক্ষিণ আফ্রিকার কাছে টি-টোয়েন্টি এবং ওয়ান ডে সিরিজে চূর্ণ হওয়ার জের দীর্ঘস্থায়ী হলে সমস্যা আছে, মানছেন ববি চার্লটন, জর্জ বেস্টদের প্রতিবেশী। স্পিনার প্রসঙ্গে প্রাক্তন উইকেটকিপারের সমালোচনা, ‘‘ভাল স্পিনার টার্নিংয়ের সঙ্গে ব্যাটসম্যানকে সমস্যায় ফেলে। কিন্তু এখন তো স্পিনাররা নিজেই ব্যাটসম্যান হওয়ার দিকে বেশি মনোযোগ দিয়ে ফেলছে।’’
গত সপ্তাহে অবসর নিয়েছেন বীরেন্দ্র সহবাগ। এ দিন তাঁর কথা উঠতে স্যর অ্যালেক্স ফার্গুসনের গল্ফ পার্টনার বলেন, ‘‘ওর টেকনিক নিয়ে অনেক কথা শুনি। কিন্তু ওর মতো হাত-চোখের কোঅর্ডিনেশন কার আছে! টেস্টে দু’টো ট্রিপল সেঞ্চুরি। নিঃসন্দেহে বড় ক্রিকেটার। তবে আমার বিশ্ব একাদশে ওপেনার কিন্তু সুনীল গাওস্করই!’’