বঙ্গ ক্রিকেটের ডেরায় ঢুকে পড়লেন প্রজ্ঞান ওঝা। সোমবারই সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে লক্ষ্মীরতন শুক্লদের সঙ্গে বাংলা প্র্যাকটিসে যোগ দেন জাতীয় দলের প্রাক্তন বাঁ হাতি স্পিনার। বলে রাখলেন, ‘‘লক্ষ্মী, মনোজ, দিন্দা প্রত্যেকের সঙ্গে আমার বেশ ভাল সম্পর্ক। ইডেনে এর আগে অনেক বার খেলে গিয়েছি। মনে হয় না টিমের সঙ্গে মানিয়ে নিতে কোনও সমস্যা হবে বলে।’’ ২৮ অগস্ট শ্রীলঙ্কা সফরে রওনা হচ্ছে বাংলা টিম। প্রজ্ঞানকে রেখেই দল হয়েছে।