এক নজরে বিশ্বকাপ

দু’জনেই টুর্নামেন্টের শেষে টি টোয়েন্টি থেকে অবসর নেবেন বলে জানিয়েছেন। প্রথম জন আবার এক পা এগিয়ে তাঁর ওয়ান ডে অবসরের দিনক্ষণ জানিয়ে দিয়েছেন। ২০১৫ বিশ্বকাপ। কুমার সঙ্গকারা আর মাহেলা জয়বর্ধনে। সঙ্গকারা পরপর দু’বছরে পরপর দু’টো ফর্ম্যাটের আন্তর্জাতিক ক্রিকেট থেকে তাঁর অবসরের কথা জানিয়ে সেটাকে “অবসর গ্রহণের স্বাভাবিক অগ্রসর পন্থা” বলেছেন।

Advertisement
শেষ আপডেট: ১৮ মার্চ ২০১৪ ০৩:০৮
Share:

অবসর ঘোষণা সঙ্গকারা-জয়বর্ধনের

Advertisement

দু’জনেই টুর্নামেন্টের শেষে টি টোয়েন্টি থেকে অবসর নেবেন বলে জানিয়েছেন। প্রথম জন আবার এক পা এগিয়ে তাঁর ওয়ান ডে অবসরের দিনক্ষণ জানিয়ে দিয়েছেন। ২০১৫ বিশ্বকাপ। কুমার সঙ্গকারা আর মাহেলা জয়বর্ধনে। সঙ্গকারা পরপর দু’বছরে পরপর দু’টো ফর্ম্যাটের আন্তর্জাতিক ক্রিকেট থেকে তাঁর অবসরের কথা জানিয়ে সেটাকে “অবসর গ্রহণের স্বাভাবিক অগ্রসর পন্থা” বলেছেন। ৫০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি আর ৩৬৯টি ওয়ান ডে খেলা সঙ্গকারা বলেছেন, “ওয়ান ডে আর টেস্ট এক জন ক্রিকেটার কত দিন খেলবে তার নির্দিষ্ট মেয়াদকাল নেই। তবে আমার বয়স এখন ছত্রিশ। ২০১৫ বিশ্বকাপে সাঁইত্রিশ হবে। তার পরের বিশ্বকাপে একচল্লিশ। অত বয়স পর্যন্ত আমার খেলার সম্ভাবনা নেই। তাই ২০১৫ বিশ্বকাপই আমার শেষ বিশ্বকাপ, যদি অবশ্য দলে নির্বাচিত হই।” আর টি-টোয়েন্টি থেকে নিজের অবসর প্রসঙ্গে শ্রীলঙ্কার উইকেটকিপার-ব্যাটসম্যান বলেছেন, “চলতি বিশ্বকাপের পর আগামী বছরে আন্তর্জাতিক ট্যুর ক্যালেন্ডার অনুযায়ী শ্রীলঙ্কা মেরেকেটে একটা কী দু’টো টি-টোয়েন্টি খেলবে, সে জন্য বাংলদেশে এই বিশ্বকাপের পরই অবসর নিচ্ছি।” ছত্রিশ বছর বয়সী জয়বর্ধনে আবার চলতি বিশ্বকাপের পরেই টি-টোয়েন্টি থেকে তাঁর অবসরের কথা জানিয়ে আশা প্রকাশ করেছেন “আমাদের শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে কাপটা শ্রীলঙ্কায় নিয়ে যেতে চাই।” ৪৯টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৩৩৫ রান (গড় ৩১.৭৮, স্ট্রাইক রেট ১৩৪.১৭) করে জয়বর্ধনে শুধু এই ফর্ম্যাটের ক্রিকেটে শ্রীলঙ্কার সর্বোচ্চ রানকারীই নন, ব্রেন্ডন ম্যাকালামের (৬৪ ম্যাচে ১৯৫৯ রান) পর বিশ্বেই দ্বিতীয় স্থানে আছেন।

Advertisement

গেইলের হুঙ্কার

আগাম ঝড়ের সতর্কবার্তা দিয়ে রাখলেন ক্রিস গেইল। “আমি যে কোনও অবস্থায় সেঞ্চুরি করতে পারি। টিমের জন্য শুরুটা সে রকমই করতে চাই। আর একটা সেঞ্চুরি পেলে ভালই লাগবে,” বলে দেন ওয়েস্ট ইন্ডিজের বিস্ফোরক ব্যাটসম্যান। পরে যদিও তিনি বলেন, “যদিও সেঞ্চুরি করাটা নির্ভর করে পরিবেশ আর উইকেটের উপর।” মঙ্গলবার ইংল্যান্ডের বিরুদ্ধে ক্যারিবিয়ানদের প্রস্তুতি ম্যাচ থেকেই কি ঝড় শুরু হবে? গেইল বলেন, “সমর্থকরা প্রত্যেক বার আমার কাছে বড় রান চান। সুযোগ পেলে আমি তাঁদের যতটা সম্ভব বিনোদন দিই।”

আয়ার্ল্যান্ড হারাল জিম্বাবোয়েকে

কোয়ালিফাইংয়েই চমক। টুর্নামেন্টের দ্বিতীয় দিনই টেস্ট খেলিয়ে এবং আইসিসি-র পূর্ণাঙ্গ সদস্য দেশ জিম্বাবোয়েকে ৩ উইকেটে হারিয়ে দিল আয়ার্ল্যান্ড। ব্রেন্ডন টেলরের ৫৯ রানের সুবাদে জিম্বাবোয়ে ২০ ওভারে ১৬৩-৫ তুলেছিল। কিন্তু জয়ের জন্য আটের বেশি টার্গেটের সামনেও না ঘাবড়ে আয়ার্ল্যান্ড ম্যাচের শেষ বলে লক্ষ্যে পৌঁছে যায়। ২০ ওভারে তারা করে ১৬৪-৭। টিমের অন্যতম ওপেনার পল স্টালির্ং মাত্র ৩৪ বলে ৬০ রান করে আইরিশদের জয়ের ভিত গড়ে দেন।

জিতল পাকিস্তান

প্রস্তুতি ম্যাচে ছন্দে পাকিস্তান। সোমবার মহম্মদ হাফিজরা ছ’উইকেটে হারিয়ে দিলেন নিউজিল্যান্ডকে। ব্রেন্ডন ম্যাকালামের অপরাজিত ৫৯ রানের উপর ভর করে প্রথমে ব্যাট করে এ দিন ১৪৫ রান তুলেছিল নিউজিল্যান্ড। উমর গুল (৩-১৬), মহম্মদ তালহাদের (২-২২) আগুনে পেসের সামনে অবশ্য ম্যাকালাম ছাড়া আর কোনও নিউজিল্যান্ড ব্যাটসম্যান টিকতে পারেননি। জবাবে ব্যাট করতে নেমে এক বল বাকি থাকতেই ১৪৯-৪ তুলে জিতে যায় পাকিস্তান। হাফসেঞ্চুরি করেন কামরান আকমল (৫২ অবসৃত) ও অধিনায়ক হাফিজ (৫৫)। নিউজিল্যান্ড বোলারদের মধ্যে সফল নাথান ম্যাকালাম (২-২১) এবং রনি হিরা (১-২৯)।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement