বক্তার একদিনের ক্রিকেটে ভারতীয়দের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ শতরান। অ্যাডিলেডের রোববার দুপুরের পর বাক্যটা নবগঠিত হয়ে ‘ছিল’ শব্দটা জুড়তে হবে। কারণ বিরাট কোহলিরও তো ২২ ওয়ান ডে সেঞ্চুরি হয়ে গেল! তাঁর কৃতিত্বে হাত রাখা ভারতীয় সহ অধিনায়ক সম্পর্কে উচ্ছ্বসিত সৌরভ গঙ্গোপাধ্যায়...
ওয়ান ডে-তে যুগ্ম সমানসংখ্যক শতরান এবং সচিন: কোহলি দারুণ প্লেয়ার। আমার সেঞ্চুরির সংখ্যা ও অবধারিত ভাঙবে। আরও অনেক সেঞ্চুরি করবে। তবে সচিনকে টপকাতে পারবে কি না জানি না। সচিন অনেক দূরে (৪৯)!
মহম্মদ ইরফানের বিরুদ্ধে আজ কোহলির স্ট্র্যাটেজি: ইরফানকে বেশি খেলল রায়না। তার আগে ধবন। তবে যেটুকু খেলেছে, বিরাট খুব বুদ্ধি করে ব্যাট করেছে। আমার মনে হয়েছে পাকিস্তানের শুরুতে বিরাটকে আরও অ্যাটাক করা উচিত ছিল। আরও চাপ দিতে পারত মিসবা। প্লাস টিম সিলেকশনে একটা গণ্ডগোল করেছে ওদের লেগস্পিনার বাদ দিয়ে একজন পেসার বাড়ানো উচিত ছিল। তা হলে ইন্ডিয়ার ২৭০-র বেশি হত না। আমি ক্যাপ্টেন হলে বিরাটকে এত সহজে গেড়ে বসতে দিতাম না। রান না পেয়ে পেয়ে যে ইদানীং চাপে রয়েছে, তাকে তো আমি আরও অ্যাটাক করব না কি?
কোহলির ব্যাটিং পজিশন: তিনে ওর খেলা উচিত না চার? এ নিয়ে বেশ কিছু দিন ধরেই চলছিল। আমি শিওর, আজ আগে উইকেট গেলে ওকে চার নম্বরে ঠেলে দেওয়া হত। প্রথম উইকেট স্ট্যান্ড বেশ কয়েক ওভার চলায় বিরাট তিনে গেল। আমি ক্যাপ্টেন হলে অবশ্য ও তিনেই খেলত পার্মানেন্টলি।
ব্যাটিংয়ের আসল শক্তি: দারুণ ব্যাটসম্যান বিরাট। এমন ব্যাটসম্যান যে শুধু আমার প্রজন্মেই টিমে ঢুকত না, সব সময়কার ভারতীয় দলে জায়গা করে নিত।
ফ্রন্টফুট, ব্যাকফুট দুটোতেই দারুণ। পেস আর স্পিন সমান ভাল খেলে।
এক্স ফ্যাক্টর: বিরাটের এক্স ফ্যাক্টর হল ওর প্রতিযোগিতা জিততে চাওয়ার উদগ্রতা! টেকনিক্যালি ভাল সেটা তো একটা বড় দিক। ওটা না হলে এই পর্যায়ে যেতেই পারত না। কিন্তু তার বাইরেও নিজেকে নিয়ে এক ধরনের উচ্চাশা থাকে। বিরাটের মধ্যে সেই উচ্চাশাটা খুব পরিষ্কার যে, আমার টিমে আমি বাকি সবার চেয়ে অনেক ভাল হব। আর বড় টুর্নামেন্ট জিতব। এই উচ্চাকাঙ্ক্ষার প্যাশনটাই ওর এক্স ফ্যাক্টর। এটাই ওকে বাকিদের চেয়ে আলাদা করে দেয়। এই জন্যই যত বার বিশ্বকাপ বা এই জাতীয় বড় ম্যাচ হবে, বিরাট তত ভাল খেলবে!
বিরাট রেকর্ড
• ওয়ান ডে ১৫১ রান ৬৩৩৯ সর্বোচ্চ ১৮৩ সেঞ্চুরি ২২ গড় ৫১.৯৫ স্ট্রাইকরেট ৯০.০৮
• প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে অস্ট্রেলিয়ায় বিশ্বকাপে সেঞ্চুরি।
• বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি করা প্রথম ভারতীয় ব্যাটসম্যান।
• সৌরভ গঙ্গোপাধ্যায়ের ২২ ওয়ান ডে সেঞ্চুরি স্পর্শ করলেন।
• অ্যাডিলেডে চতুর্থ সেঞ্চুরি। যার মধ্যে তিনটে চলতি অস্ট্রেলিয়া সফরে।
• ওয়ান ডে-তে দ্রততম ২২ সেঞ্চুরি (১৪৩ ইনিংস)। ভাঙলেন সচিনের রেকর্ড (২০৬ ইনিংসে)।