India

ঘুম নষ্ট হচ্ছে না চহালের

যদিও পাল্টা প্রশ্ন উঠতে পারে, টানা তিনটি ম্যাচ হারাতেও যদি চিন্তার রেখা তৈরি না হয়, তা হলে কীসে হবে?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২০ ০৪:৩৪
Share:

যুজবেন্দ্র চহাল।—ছবি এএফপি।

গত পাঁচ বছরের ধারাবাহিকতার দিকে তাকিয়ে যুজবেন্দ্র চহালের মনে হচ্ছে না, নিউজ়িল্যান্ডে হোয়াইটওয়াশ হওয়া নিয়ে রাতের ঘুম ত্যাগ করার দরকার আছে বলে। তৃতীয় ম্যাচে বল হাতে একমাত্র সফল হয়েছেন লেগস্পিনার চহালই। ম্যাচের পরে সাংবাদিক সম্মেলনে এসে তিনি বলেন, ‘‘গত চার-পাঁচ বছর সম্ভবত এটা আমাদের চতুর্থ কী পঞ্চম সিরিজ হার। প্রত্যেক ম্যাচই তো আর জেতা যায় না। এখানে আমরা একটা সিরিজ জিতেছি, একটা হারলাম, তাই খুব চিন্তিত হওয়ার কিছু নেই।’’

Advertisement

যদিও পাল্টা প্রশ্ন উঠতে পারে, টানা তিনটি ম্যাচ হারাতেও যদি চিন্তার রেখা তৈরি না হয়, তা হলে কীসে হবে? চহালের মনে হচ্ছে, দলের তরুণ সদস্যেরা এই সফর থেকে অনেক কিছু শিখতে পারবেন। ‘‘পৃথ্বী শ আর মায়াঙ্ক এখানে খেলল। বিদেশে খেলার অভিজ্ঞতা হল ওদের,’’ বলে যোগ করছেন, ‘‘কে এল রাহুল সেঞ্চুরি পেয়েছে। শ্রেয়স আইয়ার সেঞ্চুরি পেয়েছে। অনেক ইতিবাচক দিকও রয়েছে। দলের আত্মবিশ্বাস কেমন, তা তো সকলে দেখতেই পাচ্ছেন।’’ ভারতের ফিল্ডিং নিয়েও প্রশ্ন উঠেছে। যার জবাবে চহাল বলেন, ‘‘মাঝে, মাঝে খারাপ ফিল্ডিং হয়ে যায়। পরের ওয়ান ডে সিরিজের আগে ঠিক করে নিতে হবে।’’

টি-টোয়েন্টি সিরিজ ৫-০ জিতলেও ওয়ান ডে ০-৩ হারার পরে টেস্ট সিরিজে আত্মবিশ্বাসের কী অবস্থা হয়, সেটাই এখন দেখার। তবে টেস্ট দলে চেতেশ্বর পূজারা, অজিঙ্ক রাহানের মতো অভিজ্ঞরা যোগ দেবেন, যাঁরা সাদা বলে ছিলেন না।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement