এই জয় ধরে রাখবে ভারত, আত্মবিশ্বাসী যুবরাজ

ইডেনে পাকিস্তানকে হারানোর পিছনে বিরাট কোহলির সঙ্গে বড় অবদান রেখেছিলেন তিনিও। কিন্তু সেই জয় নিয়ে মুখ খোলেননি একবারও। সেই যুবরাজ সিংহ এদিন সদর্পে জানিয়ে দিলেন এই জয় পুরো বিশ্বকাপেই ধরে রাখবে ভারত।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ মার্চ ২০১৬ ১৮:৫০
Share:

ইডেনে পাকিস্তানকে হারানোর পিছনে বিরাট কোহলির সঙ্গে বড় অবদান রেখেছিলেন তিনিও। কিন্তু সেই জয় নিয়ে মুখ খোলেননি একবারও। সেই যুবরাজ সিংহ এদিন সদর্পে জানিয়ে দিলেন এই জয় পুরো বিশ্বকাপেই ধরে রাখবে ভারত। পাকিস্তানের বিরুদ্ধে বিরাটের সঙ্গে ৬১ রানের পার্টনারশিপ ছিল তাঁর। ব্যাট থেকে এসেছিল ২৪ রান। সোমবার মুখ খুললেন যুবরাজ। বলেন, ‘‘আমার লক্ষ্য ছিল সঠিক কাজটি করা। আমি চেয়েছিলাম অবস্থা মতো ব্যাট করতে। আমি চেয়েছিলাম বল দেখে ব্যাট করতে। আর দলের জন্য রান তুলতে। আমি সেটা করতে সক্ষম হয়েছি। কিন্তু দুর্ভাগ্য আমি ম্যাচটা শেষ করে ফিরতে পারিনি। ’’

Advertisement

ফিরে এসে এভাবেই দলকে ব্যাট হাতে ভরসা দিচ্ছেন যুবি। যদিও বড় রান আসেনি তাঁর ব্যাট থেকে। কিন্তু যে রানটি এসেছে সেটি দলের কাজে লাগছে। এটাই বড় প্রাপ্তি। তিনি বলেন, ‘‘আমার কাজ শুরুর দিকের কিছু বল খেলে নিয়ে নিজেদের ছন্দে ব্যাট করা। প্রথম ম্যাচ হারের পর একটু হলেও চাপে ছিলাম। আমরা নিজেদের ছন্দে ব্যাট করতে পারিনি। পাকিস্তানের বিরুদ্ধেও শুরু পর পর উইকেট হারিয়ে সমস্যা হলেও ওই সময় আমার আর বিরাটের পার্টনারশিপটা খুব গুরুত্বপূর্ণ ছিল।’’

এমন জয়ে দল যে হঠাৎ আঘাত পাওয়া আত্মবিশ্বাস ফিরে পেয়েছে সেটাও স্বীকার করে নিলেন তিনি। বলেন, ‘‘আমি খুশি খুব গুরুত্বপূর্ণ সময়ে দল জয়ে ফিরতে পেরেছে। আর আত্মবিশ্বাসও ফিরে পেয়েছে। পরের ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে। আশা করছি এই জয় ধরে রাখতে পারব।’’ দলের মধ্যের বোঝাপড়াকেই এগিয়ে রাখছেন যুবরাজ। বলেন, ‘‘আমরা একে অপরের ব্যাটিংকে বুঝি। রান নেওয়া ও রানের জন্য উল্টোদিকের ব্যাটসম্যানকে ডেকে নেওয়াও আমাদের মধ্যে বোঝাপড়ার ফল।’’

Advertisement

আরও খবর

আমাদের হারানো কঠিন, বললেন অশ্বিন

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement