‘তোমার ভাই ভারতীয় ক্রিকেটকে পাঁচ বছর পিছিয়ে দিয়ে গেছে’

সচিনের কেরিয়ার নিয়ে নিজের একটি লেখায় বেশ কয়েকটি প্রশ্ন তুলেছিলেন ইয়ান চ্যাপেল। বরাবরই শান্ত স্বভাবের সচিন কিন্তু এ বার আর চুপ থাকেননি। দক্ষিণ আফ্রিকার ডারবানে একটি জিমে সচিনের সঙ্গে দেখা হয় ইয়ানের।

Advertisement
শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০১৫ ১৩:৩৭
Share:

সচিনের কেরিয়ার নিয়ে নিজের একটি লেখায় বেশ কয়েকটি প্রশ্ন তুলেছিলেন ইয়ান চ্যাপেল। বরাবরই শান্ত স্বভাবের সচিন কিন্তু এ বার আর চুপ থাকেননি। দক্ষিণ আফ্রিকার ডারবানে একটি জিমে সচিনের সঙ্গে দেখা হয় ইয়ানের। সচিন তখন জিমে ব্যস্ত। তাঁকে দেখে ইয়ান এগিয়ে এসে একটু ব্যঙ্গের সুরে বলেন, “ও, তা হলে এটাই হল রহস্য!” সচিন চুপ করে শুনেছিলেন। কিন্তু যখন ইয়ান বলেন, “তোমাদের স্বভাবই হল বার বার কথা পাল্টানো।” এ বার আর সহ্য করতে পারেননি সচিন। একেবারে ঝড়ের বেগে উত্তর দেন, “তোমার ভাই ভারতীয় ক্রিকেটকে পাঁচ বছর পিছিয়ে দিয়েছে। সমস্ত সমস্যার মূল ছিলেন তিনি।” ব্যস! অমনি চুপ ইয়ান।

Advertisement

এই সংক্রান্ত আরও খবর...

Advertisement

সচিনকে বোঝাতে না পারার আফসোস যাচ্ছে না গ্রেগের

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement