নিজেদের মধ্যে অনুশীলন ম্যাচ খেলতে ব্যস্ত ভারতীয় দল। ছবি - বিসিসিআই
সাদাম্পটনের রোজ বোল স্টেডিয়ামে আগেই অনুশীলন শুরু হয়ে গিয়েছিল। এ বার ১৮ জুন নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্ব টেস্ট ফাইনাল খেলতে নামার আগে নিজেদের মধ্যে অনুশীলন ম্যাচ খেলতে নেমে পড়লেন বিরাট কোহলী, চেতেশ্বর পূজারা, ইশান্ত শর্মা, মহম্মদ শামিরা। বিসিসিআই-এর তরফ থেকে এই বিশেষ অনুশীলন নিয়ে ভিডিয়ো প্রকাশ করা হয়েছে।
ভিডিয়োতে দেখা যাচ্ছে দলের প্রথম সারির ব্যাটসম্যানরা নেটে যশপ্রীত বুমরা, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ সিরাজদের মোকাবিলা করছেন। এরপর নেটে অনুশীলনের শেষে গোটা দল দুই ভাগে ভাগ হয়ে নিজেদের মধ্যে ম্যাচ খেলতে নেমে যায়। একদিকে ভারতীয় দল ফাইনাল খেলতে নামার আগে যখন এ ভাবে অনুশীলন সারছে, তখন অন্যদিকে জো রুটের ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলছে কিউইরা।
লর্ডসে কনুইয়ে চোট পাওয়ার জন্য এই টেস্ট খেলছেন না কেন উইলিয়ামসন। ফাইনালের আগে তাঁকে সুস্থ করে তুলতে মরিয়া কিউই শিবির। গত বছরের গোড়ার দিকে নিউজিল্যান্ডের ঘরের মাঠে ০-২ ব্যবধানে টেস্ট সিরিজ হেরেছিল ভারত। সেই টেস্টে চার ইনিংসে মাত্র একবার ২০০ রানের গণ্ডি পার করেছিল টিম ইন্ডিয়া। কোহলী ২ টেস্টে মাত্র ৪১ রান করেছিলেন। এ বার টিম ইন্ডিয়া সেই সিরিজ হারের বদলা নিতে পারে কিনা সেটাই দেখার।