Mohammed Shami

World Test Championship Final: বিশ্ব টেস্ট ফাইনালের আগে কাদের এগিয়ে রাখলেন মহম্মদ শামি?

বিশ্ব টেস্ট ফাইনালে লড়াই শুধু দুই দলের ব্যাটসম্যানদের মধ্যে নয়, জোর টক্কর হতে চলেছে বোলিংয়েও, বলছেন সামি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২০ মে ২০২১ ১৯:৩৪
Share:

ভারতের পেস ত্রয়ীকেই এগিয়ে রাখছেন শামি (মাঝে)। ফাইল ছবি

বিশ্ব টেস্ট ফাইনালে লড়াই শুধু ভারত এবং নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের নয়, জোর টক্কর হতে চলেছে বোলারদের মধ্যেও। যশপ্রীত বুমরা, মহম্মদ শামি এবং ইশান্ত শর্মাকে টেক্কা দিতে তৈরি থাকবেন ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, নিল ওয়াগনাররা। তবে এক সাক্ষাৎকারে নিজেদের বোলিংকেই এগিয়ে রাখলেন শামি।

Advertisement

প্রায় ৬ মাস পরে জাতীয় দলে ফেরা শামি বলেছেন, “বোলিংয়ে আমরাই এগিয়ে। টেস্ট খেলার সময় একজন বোলারের দিন বাজে গেলেও, বাকিরা এগিয়ে আসে। কেউ হতাশ হয়ে পড়লে বাকিরা গিয়ে তাকে টেনে তুলি। দলকে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে নিয়ে যাই। একে অপরের জন্য উচ্ছ্বসিত হই। যদি আমাদের রেকর্ড দেখেন তাহলেই সেটা বুঝতে পারবেন। সমর্থকরা রাতারাতি সমর্থক হয় না। তাঁরা আমাদের ইতিহাসটা জানেন। আমাদের তিন জন জোরে বোলারের উঠে আসার পিছনে কঠোর পরিশ্রম রয়েছে।”

শামির মতে, সাদাম্পটনের পরিস্থিতি দু’দলের কাছেই একইরকম হবে। অর্থাৎ, কেউই এগিয়ে থাকবে না। বলেছেন, “সেরা দুটো দল ফাইনালে উঠেছে এবং ম্যাচটা ইংল্যান্ডে হচ্ছে। তাই ম্যাচটা একপাক্ষিক হওয়ার সম্ভাবনাই নেই। ভাল ম্যাচ হবে, কারণ দুটো দলেই ভারসাম্য রয়েছে।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement