Sushil Kumar

Sushil Kumar: জামিন পেলেন না অলিম্পিক্সে একাধিক পদকজয়ী সুশীল কুমার

৪ মে দিল্লির ছত্রসল স্টেডিয়ামে সাগর রানাকে হত্যা করার অভিযোগ ওঠে সুশীলের বিরুদ্ধে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২১ ২০:১৯
Share:

সাগর রানা হত্যা মামলায় গ্রেফতার হয়েছিলেন সুশীল কুমার। —ফাইল চিত্র

জামিন পেলেন না সুশীল কুমার। মঙ্গলবার তাঁর জামিনের আবেদন মঞ্জুর করল না দিল্লির রোহিণী আদালত। সাগর রানা হত্যা মামলায় গ্রেফতার হয়েছিলেন অলিম্পিক্সে একাধিক পদকজয়ী কুস্তিগির।

এই বছর ২৩ মে গ্রেফতার করা হয় সুশীলকে। তাঁর হয়ে আইনজীবী প্রদীপ রানা দাবি করেন সুশীলের বিরুদ্ধে আগে কখনও এমন ধরনের অভিযোগ ওঠেনি। রানার দাবি, সুশীল বিবাহিত এবং পরিবারের প্রতি তাঁর দায়িত্ব রয়েছে।

Advertisement

জামিনের আবেদন করে সুশীল জানিয়েছিলেন পুলিশ তাঁর চরিত্র নষ্ট করার চেষ্টা করছে। সেই কারণে ভুল তথ্য দিয়েছে পুলিশ। এমনকি গ্যাংস্টারদের সঙ্গেও সুশীলের যোগাযোগ রয়েছে বলে প্রমাণ করার চেষ্টা করছে।

দিল্লি পুলিশ সুশীলের জামিনের বিরোধিতা করেছে। দিল্লি পুলিশের দাবি, গ্রেফতারি এড়াতে পালিয়ে গিয়েছিলেন সুশীল। ১৮ দিনে বিভিন্ন রাজ্যে ঘুরে বেড়িয়েছেন সুশীল। বার বার সিম কার্ড বদলেছেন তিনি।

Advertisement

৪ মে দিল্লির ছত্রসল স্টেডিয়ামে সাগর রানাকে হত্যা করার অভিযোগ ওঠে সুশীলের বিরুদ্ধে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement