আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বেসক্যাম্প কি কলকাতা? শেষ পর্যন্ত সত্যি হলে অবাক হওয়ার কিছু থাকবে না। সিএবি কর্তাদের কাছে খবর, শাহিদ আফ্রিদিদের বেসক্যাম্প কলকাতা হতেও পারে।
আগামী বছর মার্চ-এপ্রিলে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসছে ভারতে। ৩ এপ্রিল কলকাতার ইডেন গার্ডেন্সে ফাইনাল। সেখানে পাকিস্তান উঠবে কি না জানা নেই, কিন্তু তাদের বেসক্যাম্প এই শহরে হওয়ার সম্ভাবনা নাকি আছে। বলা হচ্ছে, দু’টো জায়গাকে নাকি এখনও পর্যন্ত সম্ভাব্য ভেন্যু হিসেবে ধরা হচ্ছে। চেন্নাই এবং কলকাতা। কারণ এই দু’টো কেন্দ্র নিরাপত্তাজনিত দিক থেকে পাকিস্তানের কাছে নাকি বেশি কাম্য। মুম্বইয়ে একবার গণ্ডগোল হয়ে গিয়েছিল অতীতে ভারত-পাকিস্তান ম্যাচকে কেন্দ্র করে। আবার পঞ্জাবের দিকে ফেললে সেটা সীমান্ত পার্শ্ববর্তী এলাকা হয়ে যাবে। তাই কলকাতার একটা সম্ভাবনা দেখা দিয়েছে।